ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁমোগরাপাড়া চৌরাস্তা পশ্চিম পাশে কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মিঠাই সুইট দোকান কে মামলা জরিমানা। বিভিন্ন মানহীন খাদ্যদ্রব্য বিএসটিআই অনুমোদনহীন রাখার কারণে ও অন্যান্য খাদ্যদ্রব্যের বি.এস.টি.আই হীন থাকার কারণে মামলা।
অদ্য ৯ ফেব্রুয়ারি বেলা ৪ টার সময় মোগরাপাড়া চৌরাস্তা বিভিন্ন দোকানপাটে বি.এস.টি .আই অনুমোদন হীন খাদ্যদ্রব্যের রাখার কারণে মামলা ও জরিমানা।
অভিযানে উপস্থিত ছিলেন সোনারগাঁওয়ে বিভিন্ন সাংবাদিক ক্লাবের সদস্য বৃন্দ স্থানীয় ব্যবসায়ীগণ সাধারন জনগন। বিএসটিআই এর সদস্যরা বলেন আমরা একে একে বিএসটিআই অনুমোদন খাদ্যদ্রব্য ও পণ্যসামগ্রীর মার্কেটে ও দোকানপাটে অভিযান অব্যাহত থাকবে।
পরে বিভিন্ন ফল ফ্রুট এর দোকানের ডিজিটাল মেশিন নিয়ন্ত্রণ করেন এবং যাদের মাপার মেশিনএকুরেট পেয়েছেন তাদেরকে ধন্যবাদ ও সাধুবাদ জানান।
এভাবে মোগরাপাড়া চৌরাস্তা বিভিন্ন ফল ফ্রুট ও বেকারি ও মিষ্টির দোকানে অভিযান চালায়।