সৌদি আরবের রাজধানী রিয়াদের সীফাতে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করেন সাংস্কৃতিক সংগঠক রুবিনা সুলতানা।কবি মসিহ সিরাজের সার্বিক সহযোগিতায় চমৎকার আনন্দএ আয়োজনে অতিথি ছিলেন রিয়াদের বাংলাদেশী সানসিটি মেডিকেল এর এমডি আবদুল্লাহ আল মামুন,বরেন্য চিকিৎসক ডা:মাসুদ,বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষঠাতা সভাপতি ফারুক আহমেদ চান,সাধারণ সমপাদক সোহরাব হোসেন লিটন সহ প্রমুখ প্রবাসী বিশিষ্ট জনরা ।
শিশুদের নাচ,প্রবাসী জনপ্রিয় শিল্পী দের গান,কবিতা কৌতুক সহ ছিলো সাংস্কৃতিক নানা আয়োজন।দেশী পরিবার গুলি অংশগ্রহণ করেন আনন্দ এ আয়োজনে।
অনুষ্ঠানে অংশগ্রহণ কারীরা মনে করেন এমন আয়োজন অব্যহত থাকবে।বিপুল সংখ্যা প্রবাসী পরিবার এ আয়োজনে অংশগ্রহণ করেন।পিঠা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।