জাতীয় দৈনিক আলোর জগত পত্রিকার নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা প্রতিনিধি ফাহাদুল ইসলাম কে প্রাণ নাশের হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ । গত ৩-১২-২০২০ তারিখে সময় আনুমানিক সকাল দশটার সময় নাফ এবং দুরন্ত পরিবহন মোগরাপাড়া চৌরাস্তা কাউন্টার নিয়ে বাক বিতর্ক চলে। ঘটনাস্থলে সাংবাদিক ফাহাদ উপস্থিত হলে তথ্য সংগ্রহ কালে প্রাণনাশের হুমকি ও নিউজ সংগ্রহে বাধাগ্রস্ত করে , একপর্যায়ে তর্ক-বিতর্ক চলে। ঘটনাস্থল থেকে চলে আসার পর জানা যায় সাংবাদিক ফাহাদ ও দুরন্ত পরিবহনের মালিক ,স্থানীয় নিরীহ কিছু ছাত্রদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। মোগরাপাড়া চৌরাস্তা টু যাত্রাবাড়ী নাফ পরিবহন সম্পূর্ণ অবৈধ ভাবে উপরমহলের ছত্রছায়ায় পরিবহনটি জমজমাট ব্যবসা করে যাচ্ছে। পরিবহনটির রোড পারমিট, গাড়ির লাইসেন্স না থাকলেও অনায়াসে যাত্রী সেবার নামে রমরমা ব্যবসা করে যাচ্ছে। সরকারকে সম্পূর্ণরূপে ফাঁকি দিয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নকল নাম্বার প্লেট ব্যবহার করে রোড পারমিট ছাড়া জমজমাট ব্যবসা করে যাচ্ছে। এই পরিবহনে যাত্রীদের কাছ থেকে শোনা যায় বিভিন্ন সময়ে যাত্রীদের হয়রানি, দীর্ঘ সময় ধরে বাস স্ট্যান্ডে অফিসগামী যাত্রীদের সময় নষ্ট করা ,যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া দাবি করে ঝগড়াঝাঁটি করা পরিবহনের নিত্যদিনের কাজ। মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে যাত্রীদের সচেত থাকলেও পরিবহনের হেল্পার, কন্টাকটার, ড্রাইভার এবং কতৃপক্ষ মানছে না সরকারি বিধান। এভাবে পরিবহনটি যাত্রী সেবার নামে যাত্রী হয়রানি থেকে শুরু করে বিভিন্ন রকমের অভিযোগ আছে এই পরিবহনটির নামে। অতি দ্রুত পরিবহনটির ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ না করলে বড় ধরনের দুর্ঘটনার শিকার হবে সাধারণ যাত্রীরা। অনতিবিলম্বে সাংবাদিক ফাহাদ ও নিরীহ মানুষের মিথ্যা মামলার প্রত্যাহার করতে হবে দাবি সাধারণ জনগণের।