শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

রাস্তা সংস্করণ ও ইটের সলিং মেম্বার মানিক মিয়া 

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০ | ৩:১৩ অপরাহ্ণ

রাস্তা সংস্করণ ও ইটের সলিং মেম্বার মানিক মিয়া 

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার মানিক মিয়া বন্দেরা গ্রামের কাঁচা ভাঙ্গা রাস্তাটি সংস্করণ ও ইটের সলিং করার উদ্যোগ নেন ,গত ৮-১১-২০ তারিখে বন্ধেরা গ্রামের রাস্তাটির সংস্করণ ও কাঁচা রাস্তাটি ইটের রাস্তা করার কাজ শুরু করেন।রাস্তাটি ভাঙ্গাচুরা কাদামাটি হওয়াতে এলাকা বাসির চলাচল ও মালামাল বহনে রিক্সা,ভ্যান অনুপোযোগী ।

এমত অবস্থায় গ্রামের মেম্বার মানিক মিয়া এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে ও তাদের মালামাল নির্বিঘ্নে ও সহজভাবে বহনের জন্য রাস্তাটির সংস্করণ ও ইটের রাস্তার ব্যাপারে মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ (বাবু ) কে প্রস্তাবনা করলে রাস্তাটির সংস্করণ কাজ করার সম্মতি জানান।

ইউনিয়ন মেম্বার মানিক মিয়া চেয়ারম্যান এর উদ্যোগে কাঁচা রাস্তাটি মেরামত ও ইটের রাস্তা করার কাজ শুরু করেন।

এতে বন্দেরা গ্রামবাসী কাঁচা ভাঙ্গা রাস্তাটি সংস্করণ ও ইটের রাস্তা করাতে স্বস্তি বোধ করেন ও মোগরাপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মানিক মেম্বারকে এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও দোয়া করেন।

তার সাথে সাথে মেম্বারের প্রতি কৃতজ্ঞতা ও সফলতার কথা তুলে ধরেন এবং আগামী নির্বাচনে এমন ইউনিয়ন মেম্বার দ্বিতীয়বার আবার দাবি করেন।

মেম্বার মানিক মিয়া মোগরাপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আওতাধীন ৫টি গ্রাম বাড়ী মজলিশ,বাড়ী চিনিষ, ছোট সাদিপুর, বন্দেরা, রতনদী উন্নয়নের কাজ অব্যাহত, সৎ ও সততার সাথে বিচার সালিশ করায়

এমন সফল ও দ্বীনদার ধার্মিক মেম্বারকে পুনরায় জনগণের প্রতিনিধি হিসেবে এলাকাবাসী ফিরে পেতে চান।

এমতাবস্থায় জনপ্রতিনিধি মানিক মিয়া বলেন দীর্ঘ পাঁচ বছর যাবত ৪নং ওয়ার্ড এর আওতাধীন চারটি গ্রামের জনপ্রতিনিধি হিসেবে সেবা করার সুযোগ আল্লাহ আমাকে দেন।

তিনি আরো বলেন জানিনা কতটুকু জনগণের সেবা করতে পেরেছি তবে আল্লাহর মেহেরবানীতে একজন মেম্বার হিসেবে যতটুকু সেবা করার দরকার আমি মনেপ্রাণে চেষ্টা করছি, যদি আল্লাহ রাজি খুশি থাকেন, এলাকাবাসী চান ,

হয়তো আমি আগামী নির্বাচনে জয়লাভ করতে পারব। ইনশাআল্লাহ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন