ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধি ঃ অদ্য ৬-১১-২০ রোজ শুক্রবার সকাল ৭.৩০ মিনিটে (৬ই নভেম্বর) সোনারগাঁ উপজেলা থেকে সিলেটের উদ্দেশ প্রায় ২৫০০ নেতাকর্মী নিয়ে এমপি খোকা ও তার সহধর্মিণী মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকত হযরত শাহজালাল (রহ.) ও শাহ-পরান (রাঃ) মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন। সিলেট বাসী সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও তার সহধর্মিনী মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকত সহ সোনারগাঁ পৌর নাগরিক কমিটিকে উষ্ণ সংবর্ধনা দিয়ে বরণ করে নেন। সোনারগাঁ পৌর নাগরিক কমিটির পক্ষ থেকে মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকতসহ হয়রত শাহাজাল (রাঃ) এর মাজার জিয়ারত শেষে খান প্লেজ কনর্ভাশন হল কমিউনিটি সেন্টারে প্রায় তিন হাজার নেতাকর্মী সহ সাধারণ জনগণ কে নিয়ে দুপুরের খাবার একসাথে শেষ করেন। এবিষয়ে পৌরবাসী বলেন এমন এমপি সোনারগাঁয়ের ইতিহাসেও দেখিনি আল্লাহ তায়ালার হুকুমে ও এমপির উছিলায় আজ হাজার হাজার লোক হয়রত শাহাজাল (রাঃ)ও শাহ-পরান (রাঃ) মাজার জিয়ারত করতে পেরেছেন এসময় তারা বলেন সকালের নাস্তা থেকে শুরু করে সব রকম খাবার আয়োজন করেন এমপি খোকা। এসময় পৌরবাসী আরও বলেন,এমপি খোকা ও তার সহধর্মিণীর জন্য মাজার জিয়ারত করে আল্লাহর দরবারে মন খুলে দোয়া কামনা করেছেন। আল্লাহর অশেষ কৃপায় ও মেহেরবানীতে সকল নেতা-কর্মী ও সাধারণ জনগণ কে মাজার জিয়ারত ও দুপুরের খাবার শেষে পুনরায় সোনারগাঁয়ে সহিসালামতে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেন এমপি খোকা। ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধি ঃ অদ্য ৬-১১-২০ রোজ শুক্রবার সকাল ৭.৩০ মিনিটে (৬ই নভেম্বর) সোনারগাঁ উপজেলা থেকে সিলেটের উদ্দেশ প্রায় ২৫০০ নেতাকর্মী নিয়ে এমপি খোকা ও তার সহধর্মিণী মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকত হযরত শাহজালাল (রহ.) ও শাহ-পরান (রাঃ) মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন। সিলেট বাসী সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও তার সহধর্মিনী মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকত সহ সোনারগাঁ পৌর নাগরিক কমিটিকে উষ্ণ সংবর্ধনা দিয়ে বরণ করে নেন। সোনারগাঁ পৌর নাগরিক কমিটির পক্ষ থেকে মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকতসহ হয়রত শাহাজাল (রাঃ) এর মাজার জিয়ারত শেষে খান প্লেজ কনর্ভাশন হল কমিউনিটি সেন্টারে প্রায় তিন হাজার নেতাকর্মী সহ সাধারণ জনগণ কে নিয়ে দুপুরের খাবার একসাথে শেষ করেন। এবিষয়ে পৌরবাসী বলেন এমন এমপি সোনারগাঁয়ের ইতিহাসেও দেখিনি আল্লাহ তায়ালার হুকুমে ও এমপির উছিলায় আজ হাজার হাজার লোক হয়রত শাহাজাল (রাঃ)ও শাহ-পরান (রাঃ) মাজার জিয়ারত করতে পেরেছেন এসময় তারা বলেন সকালের নাস্তা থেকে শুরু করে সব রকম খাবার আয়োজন করেন এমপি খোকা। এসময় পৌরবাসী আরও বলেন,এমপি খোকা ও তার সহধর্মিণীর জন্য মাজার জিয়ারত করে আল্লাহর দরবারে মন খুলে দোয়া কামনা করেছেন। আল্লাহর অশেষ কৃপায় ও মেহেরবানীতে সকল নেতা-কর্মী ও সাধারণ জনগণ কে মাজার জিয়ারত ও দুপুরের খাবার শেষে পুনরায় সোনারগাঁয়ে সহিসালামতে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেন এমপি খোকা।