শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

সোনারগাঁয়ে সন্ত্রাসী রবিন গ্রুপের অতর্কিত হামলায়, গুরুতর আহত সাইদুল, থানায় অভিযোগ

শনিবার, ২৪ এপ্রিল ২০২১ | ৪:২৮ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে সন্ত্রাসী  রবিন গ্রুপের অতর্কিত হামলায়, গুরুতর আহত সাইদুল, থানায় অভিযোগ

ফাহাদুল ইসলাম(সোনারগাঁও প্রতিনিধি):নারায়ণগঞ্জ, সোনারগাঁ থানা দীন কাফুরদী স্কুলের সামনে, গত ২৩ (এপ্রিল ) সন্ধ্যা ৭.৩০ মিনিটে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারপিট করে ১/মোঃ হাসান (২৫) পিতা-মোঃ সফিক,২/ রবিন (২৪) পিতা- রফিক , উভয় সাং কালা দরগা, ৩/মোঃ রাকিবুল ( ২২) পিতা-মোঃ আব্বাস, ৪/মোঃ রবিন (২৬) পিতা গাজী, উভয় সাং কাফু্রদী, সর্ব সাং মোগরাপাড়া সোনারগাঁ,নারায়ণগঞ্জ অজ্ঞাত নামা ৪/৫ বিরুদ্ধে থানায় অভিযোগ। অভিযোগনামা থেকে জানা যায়, আহত মোঃ সাইদুল (২৪) পিতা-মোঃ আবুল কালাম, সাং বিবিজোড়া থানা – বন্দর, নারায়ণগঞ্জ। ১ নং আসামী প্রবাসী ছিল, দেশে ফেরার সময় আহত সাইদুল এর ছোট ভাই বিদেশ থেকে কিছু মালামাল আনার জন্য অনুরোধ করেন কিন্তু ১নং আসামী হাসান তা অস্বীকার করে। দেশে ফেরার পর আহত সাইদুল পথে সাক্ষাৎ হলে জিজ্ঞেস করায় সন্ত্রাসী রবিন ও হাসান অকথ্য ভাষায় গালমন্দ করে এবং ভয়-ভীতি সহ প্রাণনাশের হুমকি প্রদান করে সঙ্ঘবদ্ধ ভাবে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলোপাতাড়ি হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালিয়ে নগদ অর্থ ৬০ হাজার টাকা সহ মোবাইল সেট যার মূল্য ২০,০০০/- হাজার টাকা এবং সাথে থাকা জরুরী কাগজপত্র সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সাইদুল প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। মাথায় শিলিসহ শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম সহ কাটাছিরা হয়।

তিরিক্ত রক্তক্ষরণের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিশ্রামের জন্য অনুরোধ করেন, থানায় অভিযোগ হলে কর্তব্যরত সাব-ইন্সপেক্টর জানান , ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন