রফিকুল ইসলাম রানা :
স্থানীয় সরকার নির্বাচনে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ৯ নং হাইজাদী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে হাইজাদীবাসির সেবা করার অভিপ্রায় ব্যাক্ত করেছেন মোঃ শাহজাহান মোল্লা। তিনি ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ড তিলচন্দী গ্রামের বাসিন্দা এবং মৃত: আঃ বারেক মোল্লার পুত্র। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পদ উল্লেখ করে তিনি ইতি মধ্যে চেয়ারম্যান পদের জন্য দোয়া চেয়ে পোষ্টারিং ও করেছেন। বেশ কিছুদিন দেশে অবস্থান করে প্রাচর প্রচারণা ওকরেছেন তিনি। তিনি বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করছেন।
শাহজাহান মোল্লা এক অডিও কলে এ প্রতিনিধিকে জানান, স্থানীয় সরকার নির্বাচনের তফছিল ঘোষণা হলে তিনি দেশে চলে আসবেন। এলাকার জনগনের মতামতের উপর ভিত্তি করে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন। শাহজাহান মোল্লা দীর্ঘ দিন যাবত মালয়েশিয়া প্রবাসে আছেন। ৫ আগষ্ট দেশের পট পরিবর্তণের পর একবার দেশে এসেছিলেন এবং বেশ কিছুদিন দেশে অবস্থান করে আবার মারয়েশিয়াতে চলে গেছেন। নির্বাচনী তফছিল ঘোষণা হলে আবার তিনি দেশে চলে আসবেন। তিনি চেয়ারম্যান পদে প্রার্তিতা পাওয়ার জন্য সকলে দোয়া কামনা করেছেন।
শাহজাহান মোল্লা জানান, সকলের দোয়া এবং প্রচেষ্টায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে জনগণের সেবা করার জন্য তিনি নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাবেন।