মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যৌতুকের টাকা দাবি ও শারীরিক, মানসিক নির্যাতণের অভিযোগ ফতুল্লার টিটুর বিরুদ্ধে

সোমবার, ১৬ নভেম্বর ২০২০ | ৫:০২ পূর্বাহ্ণ

যৌতুকের টাকা দাবি ও শারীরিক, মানসিক নির্যাতণের অভিযোগ ফতুল্লার টিটুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার ঃ নারায়ণগঞ্জ জেলার ফতুলা মডেল থানাধীন এলাকার মোঃ টিটুর বিরুদ্ধে যৌতুকের টাকা দাবি ও শারীরিক, মানসিক নির্যাতণের অভিযোগ পাওয়া গেছে। ভোক্তভুগি-মোসাঃ হোসনেআরা বেগম(২১), সিদ্ধিরগঞ্জ থানা আদমজী এলাকার মোঃ হোসেন এর মেয়ে।এ বিষয় সিদ্ধিরগঞ্জ থানায় মোসাঃ হোসনেআরা বেগম একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যার নং-৫০১৮। তাং ২৫-০৯-২০। তারা হলেন- ফতুল্লা সরদার বাড়ী রোড এলাকার মোঃ টিটু (২৬), পিতা আক্তার হোসেন, মোঃ আক্তার হোসেন (৫০) পিতা অজ্ঞাত ও মিটু (২৪) পিতা আক্তার হোসেন। অভিযোগ সুএে জানা যায়- উল্লেখিত ১নং বিবাদী মোঃ টিটু আমার স্বামী এবং ২ ও ৩নং আমার শ্বশুর বাড়ীর লোককজন। বিগত সাড়ে তিন মাস পূর্বে টিটুর সহিত আমার সম্পকের মাধ্যেমে বিবাহ হয়। কিন্তু আমি বিবাহের এক মাস সংসারের পর হইতে উক্ত বিবাদী সংসারের প্রতি অমনোযোগী হইয়া আমার সঠিক ভাবে ভরন পষোন না দিয়া বরং আমার নিকট হইতে যৌতুকের টাকা পয়সা দাবি করিয়া আমাকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করিয়া আসিতেছে। আমি বিষয়টি তার পিতা ও ভাই কে জানাইলে তারা কোন প্রকার ব্যবস্থা গ্রহন না করিয়া বরং আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করিয়া বাসা থেকে তারিয়ে দেয়। এমতাবস্থায় ফতুল্লা থানাধীন উল্লেখিত ঠিকানার বাসায় আসিয়া ১নং বিবাদীর নিকট আমার ভরন পষোন চাহিলে ১নং বিবাদী আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করা সহ আমার সাথে সংসার করিবেনা বলে জানাইয়া ১, ২ ও ৩নং বিবাদীগন আমাকে মারধর করিয়া নানা ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে তাড়াইয়া দেয়। এ ঘটনার বিষয়ে প্রয়োজীণয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায়। এ বিষয় সিদ্ধিরগঞ্জ থানার এ.এস.আই খান শহিদুল হক জানায়, অভিযোগ পেয়েছি তাদের সাথে কথা বলেছি, এখন যদি বিবাদী তারা স্বামী-স্ত্রী বেপার তারা যদি কোন সনমজতায় না আসে তাহলে কোটে মালালা করুক।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন