সোনারগাঁ সংবাদদাতা ফাহাদ
সাংবাদিকদের সাথে কাঁচপুর হাইওয়ে পুলিশ সুপারের এক মতবিনিময় সভা শনিবার (১১ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ কাঁচপুর হাইওয়ে থানার হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন হাইওয়ে পুলিশ সুপার অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতিপ্রাপ্ত) ড.আ.ক.ম আখতারুজ্জামান বসুনিয়া,গাজীপুর রিজিয়ন।
এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন , হাইওয়ে পুলিশের কার্যক্রম আগের চেয়ে অনেক গতিশীল । তিনি দাবি করেন ৫ ই আগস্টের পর পুলিশের মনোবল ভাঙ্গার পর থেকে গত ডিসেম্বর মাসে হাইওয়ে পুলিশ মাঠে শক্তভাবে কাজ করছে।
তিনি বলেন, সাধারণ মানুষ যাতে নিরাপদ এবং বিভিন্ন নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য হাইওয়ে পুলিশ যথেষ্ট তৎপরতার সাথে দায়িত্ব পালন করবে। হাইওয়ে পুলিশের কোন সদস্য যদি কোনরকম আইন বিরোধী কার্যক্রম করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে । তিনি বলেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় বেশিরভাগ কারণই হচ্ছে থ্রি হুইলার এর ব্যবহার। আমরা এই ব্যাপারটাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। এক প্রশ্নের উত্তরে তিনি সাংবাদিকদের জানান আমাদের কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। তিনি তাদের সমস্ত কর্মকাণ্ড সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এ সময় বক্তব্য রাখেন সোনারগাঁ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সোনারগাঁ প্রতিনিধি মাজাহারুল ইসলাম রতন, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান, সোনারগাঁ নিউজ ক্লাবের সহ-সভাপতি মুক্তার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক, ফাহাদুল ইসলাম, সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, কামরুজ্জামান রানা, সোনারগাঁও ইশাখা প্রেসক্লাবের সভাপতি, ভিপি পারভেজ,
সহ আরো অনেকে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের পুলিশ সুপারপদে পদোন্নতি প্রাপ্ত,
সীমা রানী সরকার, ভারপ্রাপ্ত কর্মকর্তা কাচপুর হাইওয়ে থানার (ওসি) ওয়াহিদুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।