আড়াইহাজারের খাগকান্দা পুলিশ ফাঁড়িতে গত ৫ আগস্ট বিশৃঙ্খল জনতার অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ তাজিমুল ইসলাম বাদি হয়ে ৭/৮ শত অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা মামলাটি দায়ের করেন।
খাগকান্দা ফাঁড়ির তথ্যসূত্রে, গত ৫ আগস্ট বিকেল ৪টার দিকে সংঘবদ্ধ উশৃঙ্খল জনতা ফাঁড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। একই সময় ১ টি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল, ২১৯ লিটারের একটি ওয়ালটন ফ্রিজ, ৬ টি প্লাস্টিকের চেয়ারসহ একটি ডাইনিং টেবিল, ২ টি অফিস চেয়ার, ১৯ টি জানালার ৩৬ টি ফ্রেমের গ্লাস— ৩ টি ফ্রেমসহ, ৫ টি বেসিন, ৩ টি পানির কল, ৫ টি লুকিং গ্লাস, ১ টি কম্পিউটারের সেট প্রিটারসহ ভাঙচুর করে ৫ লক্ষ টাকার ক্ষতি, ১ টি ৩৬ ইঞ্চি এলইডি টিভি, ১ টি মনিটরসহ দুইটি সিসি ক্যামেরা, ২ টি টর্চ লাইট, ২ টি পুলিশ স্টিক বাটন, ১ টি অগ্নিনির্বাপক যন্ত্র, ১ টি বাইনোকোলার সহ সরকারি বিভিন্ন নথিপত্র এবং ফাঁড়ির পুলিশ সদস্যদের ব্যক্তিগত গ্যাস সিলিন্ডার, চুলা, চালের বস্তা ও ব্যবহারিক বিভিন্ন জিনিসপত্রসহ সর্বমোট ১ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।
ফাঁড়ির এসআই মোঃ তাজিমুল ইসলাম বলেন, ৫ আগস্ট বিকেলে আমিসহ ডিউটিরত পুলিশ সদস্যরা ফাঁড়ির কমপ্লেক্সে অবস্থান করছিলাম। হঠাৎ সংঘবদ্ধ উশৃঙ্খল জনতা দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে ফাঁড়ির ভেতরে এসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে পুলিশের উপর হামলা চালায়। এ সময় আমিসহ ফাঁড়ির অন্যান্য পুলিশ সদস্যরা নিজেদের জীবনসহ রক্তক্ষয়ী সংর্ঘষ এড়াতে ফাঁড়ির পিছনে দেয়ালের বাহিরে আশ্রয় নেই। ঘটনার সময় কেউ পুলিশকে উদ্ধার করতে এগিয়ে আসেনি উল্লেখ করে তিনি জানান, উশৃঙ্খল জনতা কর্তৃক অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলায় আমরা অসহায় হয়ে পড়ি। এসময় থানার সকল আলামত অগ্নিসংযোগে পুড়ে ছাই হয়ে যায়।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আসামিদের গ্রেপ্তার করা হবে।