সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাদল সভাপতি, রাজু সাধারণ সম্পাদক

প্রেস বিজ্ঞপ্তি

বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২ | ১২:৫১ পূর্বাহ্ণ

বাদল সভাপতি, রাজু সাধারণ সম্পাদক

নারায়ণগঞ্জ থেকে ডিক্লেয়ারেশন প্রাপ্ত ও প্রকাশিত দৈনিক পত্রিকা মালিকদের সংগঠন ‘ নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন ” এর নতুন কমিটি ( ২০২২-২০২৪ ) ঘোষনা করা হয়েছে।

বুধবার দুপুরে সংগঠনের কার্যকরী কমিটির সাধারণ সভায় বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষনা করা হয় এবং একই সাথে সংগঠনের আগামী কার্যক্রমের গতিশীলতা আনতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কন্ঠ ভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষনা করা হয়।

এসময় আলহাজ হাবিবুর রহমান বাদল ( সম্পাদক ও প্রকাশক , দৈনিক ডান্ডিবার্তা ) এবং রাজু আহমেদ ( সম্পাদক ও প্রকাশক , দৈনিক নারায়ণগঞ্জের আলো ) বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হন ।

পাশাপাশি কমিটিতে সর্বসম্মতিক্রমে ও কণ্ঠভোটে সহ – সভাপতি পদে কাজী ইসলাম মিয়া ( সম্পাদক ও প্রকাশক , দৈনিক সচেতন ) , যুগ্ম সম্পাদক পদে জাফর আহমেদ ( সম্পাদক ও প্রকাশক , দৈনিক জন্মভুমি ) , কোষাধ্যক্ষ পদে আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমেদ লাভলু ( প্রকাশক ও সম্পাদক , দৈনিক সবার কন্ঠ ) , কার্যকরী সদস্য পদে আরিফ আলম দীপু ( সম্পাদক ও প্রকাশক , দৈনিক শীতলক্ষা ) , আবু সাউদ মাসুদ ( সম্পাদক ও প্রকাশক , দৈনিক সোজা সাপটা ) , এস.এম. ইকবাল রুমি ( সম্পাদক ও প্রকাশক , দৈনিক খবর প্রতিদিন ) এবং আনিসুল ইসলাম সানি ( সম্পাদক ও প্রকাশক , দৈনিক দেশের আলো ) নির্বাচিত হন।

এসময় সাধারন সভা সঞ্চালনা করেন সংগঠনের সাবেক সাধারন সম্পাদক কামরুল ইসলাম সোহেল ( প্রকাশক ও সম্পাদক , দৈনিক প্রতিদিনের নারায়ণগঞ্জ ) এবং স্বপন কুমার পোদ্দার ( সম্পাদক ও প্রকাশক , দৈনিক অগ্রবানী প্রতিদিন ) । ,




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন