
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে উক্ত বাড়ির কেয়ারটেকারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কেয়ারটেকার মো: মাসুদ (৩৫) এর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
গত বৃহস্পতিবার (২২ মে) রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নং ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা এলাকার মহিউদ্দিন আল মামুন ও কামরুজ্জামানের যৌথ মালিকানা বহুতল ভবনে এ ঘটনা ঘটে। তবে ভুক্তভোগী পরিবারের অভিযোগ ধর্ষণ চেষ্টার এ ঘটনার পর অভিযুক্ত কেয়ারটেকার মো: মাসুদকে বাড়ি থেকে পালাতে সহযোগিতা করেছেন বাড়ির বর্তমানে দায়িত্বে থাকা মো: তাজুল ইসলাম।
অভিযুক্ত মো: মাসুদ কুমিল্লা জেলার লাকসাম থানার পাশাপুর এলাকার মাওলানা আব্দুল মান্নানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর মা একজন গার্মেন্টস কর্মী। গত ১৮ মে তার দুই মেয়েকে ভাড়া বাসায় রাখিয়া গার্মেন্টসে কাজের উদ্দেশ্যে যান। দুপুর ৩টার দিকে তার মেয়ে বাসার বাহিরে খেলতে গেলে অভিযুক্ত তার মেয়েকে মুখ চেপে ধরে সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদি এলাকার অভিযুক্তের ঠিকানা মহিউদ্দিন আল মামুন এবং কামরুজ্জামানের যৌথ মালিকানাধীন বহুতল ভবনের গার্ড রুমে নিয়ে যায় এবং তার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক শরীরের জামা খুলে ধর্ষণের চেষ্টা করে। এতে ভুক্তভোগী ওই শিশু কান্নাকাটি শুরু করে এবং উক্ত ঘটনার বিষয়ে তার মাকে বলে দিবে জানালে অভিযুক্ত ওই শিশুকে গার্ড রুমে রেখে পালিয়ে যায়। তখন ভুক্তভোগী ওই শিশু সুযোগ পেয়ে গার্ড রুম থেকে বের হয়ে আসে। পরবর্তীতে গার্মেন্টস থেকে তার মা বাসায় ফিরলে ভুক্তভোগী শিশু কান্না করে উক্ত ঘটনার বিষয়ে তার মাকে জানান।
ভুক্তভোগীর মা জানান, আমার মেয়ে তাহার যৌনাঙ্গে জখমের কারণে প্রচন্ড ব্যাথা অনুভব করলে আমি আমার মেয়েকে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাই। পরে তিনি বৃহস্পতিবার রাতে এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে ভুক্তভোগীদের এ ঘটনা দামাচাপা দিতে মোটা অংকের টাকা অফার করেন উক্ত বাড়ির বর্তমানে দায়িত্বে থাকা মো: তাজুল ইমসলাম। পরে উক্ত প্রস্তাবে ভুক্তভোগীর পরিবার রাজি না হওয়ায় অভিযুক্ত মো: মাসুদকে প্রয়োজনীয় মালামাল নিয়ে বাড়ি থেকে পালাতে সহযোগিতা করেন এই তাজুল ইসলাম। এ ঘটনা জানতে চাইলে বিষয়টি এড়িয়ে গিয়ে তাজুল ইসলাম বলেন আমি কথিত এক সাংবাদিকের আত্মীয়। তার সাথে কথা বলেন বলে ফোন রেখে দেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামীকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।##