রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজ রবিবার | ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

কাপ্তাইয়ে সরকারি জায়গা জবর দখলে বাঁধা দিতে গিয়ে মহিলাসহ আহত-৬

নিজস্ব সংবাদদাতা-কাপ্তাই

শুক্রবার, ০৯ মে ২০২৫ | ১০:৫৭ অপরাহ্ণ

কাপ্তাইয়ে সরকারি জায়গা জবর দখলে বাঁধা দিতে গিয়ে মহিলাসহ আহত-৬

রাঙামাটির কাপ্তাইয়ে সরকারি লিজ নেয়া জায়গা রাতে জবর দখল বাঁধা দিতে গিয়ে সন্ত্রাসী হামলায় মহিলাসহ আহত হয়েছে ৬জন। বুধবার (৮মে) দিবাগত রাতে সৈয়দ জাহেদুল ইসলাম সাবেক ইউপি সদস্য’র নেতৃত্বে ৩০/৪০জন সন্ত্রাসী নিয়ে কাপ্তাই ৪নং ইউনিয়ন ৬নং ওয়ার্ডের জাকির হোসেন স মিল সরকারি জায়গা জবর দখল করতে যায়। এসময় স্ মিলের কেয়ারটেকার ফারুক খান নতুন বাজার হতে রাতে বাসায় যাওয়ার সময় আগে ওৎপেতে থাকা জাহেদুল ইসলামের নেতৃত্বে সন্ত্রাসীরা দেশিও অস্ত্র নিয়ে তাকে হামলা করে বলে কেয়ারটেকার অভিযোগ করে। তার আর্ত চিৎকারে স্ত্রী, কন্যা দৌড়ে আসলে তাদের ওপর হামলা করা হয়।এসময় তাদের বাঁচতে এলাকার লোকজন এগিয়ে আসলে তাদের হামলায় নুর জামাল (৫০) নয়ন(৩২) ফারুক খানের স্ত্রী রুবি আক্তার(৪৫) তার কন্যা নীলা ফাড়িন(১৫) এবং সৈয়দ জাহেদুল ইসলাম (৪৩) আহত হয়।আহত নুর জামাল ও নয়ন অভিযোগ করে রাতে চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে বৃহস্পতিবার সকাল ১১টায় আবার তাদের উপর হামলা করা হয়। জাকির হোসেন স্ মিল কেয়ারটেকার ফারুক খান জানান, বিএফআইডিসি হতে আগামি ২০৩৩সাল পযন্ত মেসার্স ইস্টান টিম্বার মালিক আদিল হোসেন ৫.৭একর জায়গা লিজ নেয় হয়। সরকারি লিজ নেয়া জায়গা অবৈধ ভাবে ঘরবাড়ি তৈরি করলে আমি এ বিষয়ে বাঁধা দিতে গেলে আমাকে বার,বার হামলা ও মামলার স্বীকার হতে হয়েছে। জবর দখলের ৪/৫দিন আগে কাপ্তাই থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে বলেও জানান। ফারুক খান আরও জানান বর্তমানে আমি ও আমার পরিবার পরিজন নিরাপত্তাহীনতায় ভুগতেছি।৷ এব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এ বিষয়ে দায়ে কাপ্তাই থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান। হামলায় আহত ও অভিযুক্ত সৈয়দ জাহেদুল ইসলাম জানান, মিলের পাশে বসবাসরত একটি মহিলাকে আগে থেকে ওৎপেতে থাকা লোকজন হামলা করে, আমাকে ওই মহিলা ডাকলে আমি ওখানে যাই। এ সময় উভয়ের মধ্যে সংঘর্ষ হয় বলে জানান।এতে করে সে নিজেও আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। তার বিষয়ে অভিযোগ মিথ্যা বলে জানান। এবিষয়ে কাপ্তাই থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে জানান। কেউ,কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে। শুক্রবার (৯মে) কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মাসুদ (ওসি) জানান,উভয় হাসপাতালে চিকিৎসা নিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে
পরে কাপ্তাই থানা ও বিজিবি গিয়ে পরিস্থিতি শান্ত করে। ফারুক খান কেয়ারটেকার ৪/৫দিন আগে একটা জবর দখল নিয়ে থানায় অভিযোগ করেছে। এবং বুধবার রাতে হামলার পর কাপ্তাই থানায় উভয় পক্ষ পৃথক,পৃথক অভিযোগ করেছে।তবে এটা মামলায় পরিনত হবে।পরিস্থিতি এখন শান্ত আছে বলে জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন