বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ইউএনও’ মাদক ও বাল্যবিবাহের আলোচনা সভা

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | ৮:৫০ অপরাহ্ণ

সোনারগাঁয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ইউএনও’ মাদক ও বাল্যবিবাহের আলোচনা সভা

সোনারগাঁ সংবাদদাতা ফাহাদ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান এর উদ্যোগে ‍উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শত বালক- ও দুই শত বালিকা নিয়ে গতকাল (৪ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ মিলনায়তনে মাদকের ক্ষতিকর দিক ও পরিত্রাণের উপায় এবং বাল্য বিবাহ, ক্ষতিকর দিক ও প্রতিরোধের উপায় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব ফারজানা রহমান, উপজেলা নির্বাহী অফিসার। এ সময় তিনি বালক বালিকাদের উদ্দেশ্যে বাল্যবিবাহ ও মাদক নিয়ে মতবিনিময় করেন। তিনি বলেন, বিয়ের জন্য সরকার কর্তৃক নির্ধারিত বয়স, বাল্য বিয়ের কুফল ও প্রতিরোধের ‍উপায় নিয়ে আলোচনা করেন। বাল্য বিবাহ প্রতিরোধে জরুরী সেবা পেতে হট লাইন নম্বর ১০৯, ৩৩৩, ও ৯৯৯ এর ব্যবহার নিয়ে আলোচনা করেন। নিজেদের বাল্য বিবাহ থেকে রক্ষা করার উপায়সমূহ নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন। তিনি মেয়েদের জীবনে পড়াশোনা শেষ করে নিজের আত্মপরিচয় তৈরি করে বিয়ে করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন ‘‘গড়বো মোদের পরিচয়, পরিচয়ের আগে বিয়ে নয়‘‘। উপস্থিত শিক্ষার্থীরা সকলেই এ স্লোগানের সাথে একমত পোষন করে শপথ নেয়।

পাশাপাশি তিনি মাদক কী, এ ক্ষতিকর দিকসমূহ এবং মাদক থেকে নিজেকে নিরাপদ রাখার উপায় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন একজন মাদকাসক্ত ব্যক্তি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বোঝা। তাই নিজেদের মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে তবেই ভবিষ্যত সুনাগরিক হিসেবে উঠা সম্ভব। সে জন্য ‘‘মাদককে না, মাদককে না’’ বলতে হবে। উপস্থিত শিক্ষার্থীরা সকলেই এ স্লোগানের সাথে একমত পোষন করে শপথ নেয়।
উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিআর বিলকিসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: রাসেদুল হাসান, পরিদর্শক (তদন্ত), সোনারগাঁ থানা ও জনাব নাসরিন সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার, সোনারগাঁ। সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সোনারগাঁ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন