করোনার হটস্পটে থাকা জেলা নারায়ণগঞ্জের জন্য বরাদ্দকৃত করোনার ১ লক্ষ ৫৬ হাজার ভ্যাকসিন এসে পৌঁছেছে।
গতকাল মঙ্গলবার রাতে জেলা সিভিল সার্জন কার্য্যালয়ে এই ভ্যাকসিন এসে পৌঁছায়। ওই সময় ভ্যাকসিন গাড়ি থেকে নামানো হলে তা বুঝে নেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মাদ ইমতিয়াজ।
ডা. মোহাম্মাদ ইমতিয়াজ বলেন, সরকারি নিয়ম অনুযায়ী চলতি মাসের ৭ই ফেব্রুয়ারি থেকে সারাদেশের কর্মসূচির সাথে একযোগে নারায়ণগঞ্জেও ছয়টি সরকারি হাসপাতালে এই ভ্যাকসিন দেওয়া শুরু হবে। তিনি যোগ করেন নিবন্ধিত ব্যক্তিদেরকেই এই ভ্যাকসিন দেয়া হবে । অনিবন্ধিত কাউকে এই ভ্যাকসিন দেয়া হবে না।
তিনি আরও জানান , ভ্যাকসিন বিতরণের জন্য খানপুর ৩০০ শয্যা হাসপাতাল ও ১০০ শয্যা জেনারেল হাসাপাতলসহ আরও ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্ধারণ করা হয়েছে। সেখানে সব ধরণের প্রস্তুতিও প্রায় শেষের দিকে বলে জানান তিনি। এ ব্যাপারে জেলা ও উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে। যা দুই একদিনের মধ্যে শেষ হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলামসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের প্রতিনিধিরা।