মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়নগঞ্জ বন্দরে বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী আলোচনা সভায়- ডিসি জসিম উদ্দিন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হলে প্রতিটি মানুষকে সোনার মানুষ হতে হবে

রবিবার, ১৬ আগস্ট ২০২০ | ১:৪০ অপরাহ্ণ

নারায়নগঞ্জ বন্দরে বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী আলোচনা সভায়- ডিসি জসিম উদ্দিন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হলে প্রতিটি মানুষকে সোনার মানুষ হতে হবে

নারায়ণগঞ্জের ডাক.কম: নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হলে প্রতিটি মানুষকে সোনার মানুষ হতে হবে। আমরা যদি দেশকে ভালো না বাসি তাহলে পাকিস্তানী প্রেতাত্মারা গুজব ছড়িয়ে এদেশকে ধ্বংশ করে দিবে। ওই প্রেতাত্মাদের কারনে আমাদের দেশ পিছিয়ে পরবে। এ বিষযটি মাথায় রেখে আমাদের প্রত্যেককে কাজ করতে হবে। ১৫ আগষ্ট শনিবার বিকেল ৩টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাননের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং যুব ঋনের চেক বিতরণ এবং ভিক্ষুক পূর্নবাসন এবং পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের সভাপতিত্বে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফারুক, বন্দর ইউনিয়ন পরিষদের চেযার¤্রান এহসান উদ্দিন আহাম্মেদ, ধামগড় ইউপি চেয়ারম্যান মাছুম, মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ, মদনপুর ইউপি চেয়ারম্যান সালাম প্রমুখ। পরে জেলা প্রশাসক বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের ১০ জন ভিক্ষুককে প্রত্যেককে একটি দোকান ও কিছু মালা প্রদান করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন