বৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীর উপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় বিচার দাবী করলেন-গরিবের ডন সেলিম প্রধান

সোমবার, ২৬ মে ২০২৫ | ১০:১৪ অপরাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীর উপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় বিচার দাবী করলেন-গরিবের ডন সেলিম প্রধান

সোহেল কবির, স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ও জুয়ার আসর বসতে বাঁধা দেয়ায় জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা কাজী মেহেদী হাসানের উপর দুর্বৃত্তদের হামলা ও পিটিয়ে গুরুত্বর জখমের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেন জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান ও গরিবের ডন খ্যাত সেলিম প্রধান।

সোমবার দুপুরে মুড়াপাড়া ইউনিয়নের পোড়াবো এলাকায় আহত মেহেদী হাসানের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ খবর নেন এবং সমবেদনা জানিয়ে প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করেন সেলিম প্রধান।

এসময় আহত কাজী মেহেদী হাসানের চাচা কাজী নুরুল আলম জানান, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মেহেদী হাসান। বিগত আওয়ামীলীগ সরকারের শাসনামল থেকে দুর্বৃত্তরা উপজেলার পোড়াবো এলাকায় নিয়মিত মাদক ও জুয়ার আসর বসানো, সরকারি মাটি কেটে নেয়া সহ বিভিন্ন অন্যায়-অপরাধ কর্মকাণ্ড করে আসছিল। এতে কাজী মেহেদী হাসান বাধাঁ দিলে পোড়াবো বাগান বাড়ি এলাকায় দুর্বৃত্তরা মেহেদী হাসানকে বুকে পাথর দিয়ে থেঁতলিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন।

এ ঘটনায় পরিবার নিয়ে সন্ত্রাসীদের ভয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান মেহেদী হাসানের বাবা উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক কাজী শাহালম কনক। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন আহতের পরিবার সহ বিশিষ্টজনেরা।

এ বিষয়ে গ-সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন