শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় হত্যা ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪ | ১:৫৪ পূর্বাহ্ণ

ফতুল্লায় হত্যা ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ফতুল্লায় অভিযান চালিয়ে হত্যাসহ ডাকাতি মামলার আসামি মো. নোমান (২৭) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। রবিবার (২৮ জানুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় শান্তি ধারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. নোমান ওইএলাকার মো. আব্দুর রব বেপারীর ছেলে।
ব্যাব জানায়, ২০১৫ সালের ৩ আগস্ট রাতে ব্যবসায়ী নুরুল ইসলাম (৪০)উৎসব পরিবহনের একটি বাস যোগে ঢাকা হতে নারায়ণগঞ্জ ফেরার পথে পথিমধ্যে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার মাহমুদপুর এলাকায় পৌছালে একটি সঙ্গবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে উক্ত বাসটি থামিযয়ে ভুক্তভোগী নুরল ইসলামের নিকট হতে টাকা সহ ব্যাগ ছিনিয়ে নেয়ার প্রাক্কালে বাধা প্রদান করলে তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ৫ আগস্ট ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত নোমান এ মামলার আসামি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন