
বিশেষ প্রতিনিধি: ২৭ মে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৫।
প্রতিযোগিতায় সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজ ও আব্দুল মালেক স্মৃতি উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নিগার আক্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা রহমান। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, দুর্নীতি শুধু ব্যক্তি নয়, পুরো সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। এটি নৈতিক অবক্ষয়ের সূচক এবং উন্নয়নের পথে বড় অন্তরায়। দুর্নীতি দমন শুধু আইন প্রয়োগ নয়, এটি একটি সামাজিক আন্দোলন। এই আন্দোলনের মূল শক্তি তরুণ প্রজন্ম।
তোমরা যারা আজ বিতর্কে অংশ নিয়েছো, তোমরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে। তোমাদের ভাবনা, যুক্তি ও মতামতই সমাজকে সচেতন করবে। এই ধরনের প্রতিযোগিতা তোমাদের চিন্তাশক্তি বিকাশে যেমন সহায়তা করবে, তেমনি দুর্নীতির বিরুদ্ধে সাহসী অবস্থান নিতে উদ্বুদ্ধ করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, নারায়ণগঞ্জ-এর উপ-সহকারী পরিচালক মশিউর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন,ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক পীর মোহাম্মদ এবং রেক্টর ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।
সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষিকা অতসী রশিদ এবং মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন সাইফুর রহমান আহসানি প্রভাষক, গজারিয়া কুমিল্লা কলেজ।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবং বক্তারা বলেন, এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী মানসিকতা গঠনে অনুপ্রাণিত করবে।