শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পরিত্যাক্ত অবস্থায় ককটেল উদ্ধার

বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ | ১০:৩৩ অপরাহ্ণ

আড়াইহাজারে পরিত্যাক্ত অবস্থায় ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় বেশ কয়েকটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। ২২ মে ( বৃহস্পতিবার ) সন্ধ্যায় আড়াইহাজার পৌরসভার একটি স্কুলের পিছনে থেকে এগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আড়াইহাজার পৌরসভাস্থ রোকনউদ্দিন পাইলট গার্লস স্কুলের পিছনে অলিয়ারবাগ চকের মাঝখানে বালির উপর সাদা পলিথিনের ভিতর লাল কসটেপ পেঁচানো ককটেল সদৃশ্য বস্তু দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা আড়াইহাজার থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে যান ।
ঘটনাস্থল থেকে পুলিশ দুইটি পলিথিনে ভরা ককটেল এবং ৫টি বৈদ্যুতিক টর্চলাইট উদ্ধার করেন এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করেন।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, বিপদজনক হওয়ায় উদ্ধার করা ককটেল গণনা করা সম্ভব হয়নি তবে ধারণা করছি ৮-১০ টি ককটেল হতে পারে। হয়তো ডাকাতি করার উদ্দেশ্যে এগুলো এখানে রাখা হতে পারে। প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত করা হচ্ছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন