
নিজস্ব প্রতিনিধি: দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়াতে সোনারগাঁ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় সোনারগাঁ উপজেলার চারটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজ এবং আব্দুল মালেক স্মৃতি উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।
ফাইনাল রাউন্ড আগামী ২৭ মে সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক ও জাতীয় দৈনিক সংবাদ দিগন্তের নারায়ণগঞ্জ প্রতিনিধি পীর মোহাম্মদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের রেক্টর ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির প্রতিনিধি পারভেজ আহমেদ, আবু তাহের সদস্য, দুর্নীতি প্রতিরোধ কমিটি সোনারগাঁ, মামুন সদস্য দুর্নীতি প্রতিরোধ কমিটি সোনারগাঁ । বিচারকমণ্ডলী ছিলেন চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমান, মামুন (সহকারী শিক্ষক), কাইকারটেক নবাব হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়। আরো উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী সকল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।