শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

তারেক রহমানের পক্ষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত আরমানের পরিবারকে অনুদান দিলেন আজাদ

বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ | ১০:২৭ অপরাহ্ণ

তারেক রহমানের পক্ষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত আরমানের পরিবারকে অনুদান দিলেন আজাদ

নিজস্ব প্রতিনিধি : আড়াইহাজারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আরমান মোল্লার পরিবারের কাছে অনুদান তুলে দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলের ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের উদ্যোগে ওই অনুদান দেওয়া হয়।

২২ মে (বৃহস্পতিবার) আড়াইহাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান মতিন উপস্থিত থেকে আরমান মোল্লার পরিবারকে নগদ ১ লাখ টাকা প্রদান করেন।

এছাড়া ভবিষ্যতে ও আরমানের পরিবারের পাশে নজরুল ইসলাম আজাদ থাকবেন বলে ঘোষণা দেন তিনি। তাছাড়া পরিবারের ২ ছেলে এবং ২ মেয়ের লেখাপড়া ও অন্যান্যের দায়িত্ব নেন তিনি। তাঁদের এ উদ্যোগ ও ঘোষণায় আরমান মোল্লার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২০২৪ সালের ২১ জুলাই নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সামনে ছাত্র-জনতার শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের সঙ্গে অংশ নিয়েছিলেন আরমান। তিনি আড়াইহাজার উপজেলার কলাগাছিয়া নয়াপাড়ার বাসিন্দা ঝালমুড়ি বিক্রেতা আরমান মোল্লা ওরফে নাহিদ। আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান আরমান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন