বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বুধবার | ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ 

বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ | ৫:২৯ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ 

বিশেষ প্রতিনিধি: অবশেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে। এর আগে তিনি রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন।

বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে ও প্রজননে উল্লেখ করা হয়।

এর আগে ৩০ ডিসেম্বর কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে নিয়োগের আদেশ দেওয়া হয়েছিল। পরে ৬ জানুয়ারি নতুন একটি প্রজ্ঞাপনে ওই আদেশ বাতিল করে মোহাম্মদ মাহমুদুল হককে নারায়ণগঞ্জের ডিসি পদে বহাল রাখা হয়। তবে তিন দিনের মাথায় আবারও আদেশ পরিবর্তন করে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়ণগঞ্জে বদলি করা হলো।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন