
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সুমি ( ৩০ ) এক গৃহবধূ খুন হয়েছে । এ ঘটনায় নিহতের ছোট বোন সোহানাকে আটক করেছে পুলিশ । নিহত সুমি কাঠেরপুল এলাকার ওয়ার্কসপ দোকানের মালিক শহিদুল ইসলামের স্ত্রী ।
ঘটনাটির ঘেটেছে মঙ্গলবার ( ৭ নভেম্বর ) দুপুরে ফতুল্লার কুতুবআইল কাঠেরপুল এলাকায় । আটক সোহানা জানান , দুপুরে তার বড় বোন সুমিকে বাসায় রেখে দোকানে পুড়ি কিনতে যায় ।
এরপর বাসায় ফিরে দেখেন সুমিকে অজ্ঞাত এক যুবক মারধর করে পালিয়ে যাচ্ছে । তখন সে বাড়ির কাছেই ওয়ার্কসপে গিয়ে বোন জামাই শহিদুল ইসলামকে খবর দেয় ।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক ( তদন্ত ) তাসলিম জানান , সোহানার দেয়া বক্তব্য যাচাই বাছাই করে সত্যতা পাওয়া যায় । তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে । পরে বিস্তারিত জানানো হবে ।