
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে দাবিকৃত চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ (২৮) ও আব্দুর রহিম (২৬) নামে দুই যুবকের বিরুদ্ধে। হামলায় আল-আমিনহসহ তার আরো দুই ভাই গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী আল-আমিন বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মঙ্গলবার বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আমতলা এলাকায় হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
অভিযুক্তরা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে দাবি এলাকাবাসীর। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে অভিযুক্তরা এলাকায় নানা অপকর্ম করে বেড়াতো বলে অভিযোগ এলাকাবাসীর। এখনো তাদের এসব অপকর্ম চলমান রয়েছে।
আহত আল-আমিনের ভাই জাহিদুল বলেন, এলাকায় আমরা ইট, বালু, রড, সিমেন্টের ব্যবসা করি। বেশ কিছুদিন ধরে আব্দুল্লাহ আমাদের কাছে চাঁদা দাবি করছিল। এ নিয়ে ঘটনার দিন আমাদের সাথে অভিযুক্তদের কথা কাটাকাটি হয়। এসময় অভিযুক্তরাসহ তাদের বাহিনী আমাদের উপর হামলা করে। এসময় আমার ভাই আল-আমিনের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।
জালকুড়ি এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, এই গ্রুপের লোকজন এলাকায় নতুন কেউ বাড়ির কাজ ধরলে তাদের কাছে গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মারধরের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে জোড়পুর্বক চাঁদা গ্রহণ করে। তাদের কর্মান্ডে এলাকাবাসী অতিষ্ঠ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, তদন্ত স্বাপেক্ষে এ ঘটনায় ব্যবস্থা গ্রহণ করা হবে। ##