নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্থানীয় কাউন্সিলর, বালু খেকো নেতা ও মাদক ব্যবসায়ীদের ছত্রছায়ায় আতঙ্ক সৃষ্টিকারী কিশোর গ্যাংয়ের ৫ সদস্য মসু নামের এক নারীকে উলঙ্গ করার চেষ্টার অপরাধে থানা পুলিশের হস্তক্ষেপে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারী) রাত ১১ টায় সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক কাশেম ঘটনাস্থলে পৌছে ভুক্তভোগী ওই নারী’কে উদ্ধার করে। একই সময়ে হারুন মোল্লার ছেলে হাবিব, মৃত মির্জা অহিদ বেগের ছেলে তাহেরুল, হিরন মিয়ার ছেলে যুবরাজসহ আরো ২ জনকে গ্রেফতার করেন।
মসু থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের বিরুদ্ধে মসুর ছেলেকে মারধর, মসুকে উলঙ্গ করার চেষ্টা, মাদক সেবন, অশ্লীল কথাবার্তা বলা, অশ্লীল অঙ্গভঙ্গী করা, মসুর মেয়ের উড়নায় টান দেয়া, প্রাণ নাশের হুমকির অভিযোগ দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত জানুয়ারী মাসের ২য় সপ্তাহে একইভাবে আলোচিত মুক্তিনগরের আসমা এই আসামীদের হাতে লাঞ্চিত হয়ে থানায় মামলা করতে ব্যর্থ হয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের কাছে অভিযোগ করে। তবে ওই বিষয়ে শেষ ব্যবস্থা জানা যায় নি। আসমা সেই আফসার উদ্দিনের মেয়ে। যাকে সাত খুনের প্রধান আসামী নুর হোসেন ও তার সাঙ্গপাঙ্গরা পিটিয়ে হত্যা করে প্রথম আলোচিত হয়।