
বিশেষ প্রতিবেদক :
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ মো. আবু তালেব (৩৫) নামে ভাংচুরের মামলার এক আসামীকে গ্রেফতার করে সোমবার (৩ ফেব্রুয়ারী) নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে। তাকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বিশনন্দী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি বলে পুলিশ জানায়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, আবু তালেব উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামের মৃত ফজলুলহক ও মৃত আযতন নেছা দম্পতির পুত্র। তাকে আড়াইহাজার থানার মামলা নং- ১২ (৮) ২৪ এর সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।