
সোহেল কবির, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় ট্রাক চাপায় মাজেদা বেগম(৫০) নামে এক নারী নিহত হয়েছে। শুক্রবার দুপুরে সড়কের বরপা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মাজেদা বেগম, নরসিংদীর এলাকার মৃত মোতালিবের স্ত্রী। তিনি বরপা এলাকায় মতিনের বাড়ীতে বসবাস করতো।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় এএসবিআরএম নামক স্টীল মিলের সামনে লোহার টুকরো কুড়াতে গেলে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মাজেদা বেগমের। খবর পেয়ে কাচপুর হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।