বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে জমিয়তে উলামায়ে ইসলামের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আড়াইহাজার প্রতিনিধি:

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ | ৩:৩৯ অপরাহ্ণ

আড়াইহাজারে জমিয়তে উলামায়ে ইসলামের  ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আড়াইহাজারে জমিয়তে উলামায়ে ইসলাম ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে এর আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মাসরুর আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মওলানা গিয়াসউদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতী মনির হুসাইন কাসেমী। যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুর হক্ব আজিজ ও যুগ্ম মহাসচিব মাও. আব্দুল মালিক চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান প্রমুখ।

এতে ইউনিয়ন প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আনিসুর রহমান, মাওলানা মুস্তফা, মাওলানা সাদিকুর রহমান,মাওলানা জিয়াউদ্দিন,ফজলুল হক হামিদী, মুফতী মনজুরুল ইসলাম, মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা হুমায়ুন আহমেদ, মাওলানা ফারুক আহমেদ ও উপজেলা ছাত্র জমিয়ত এর সভাপতি মুহাম্মদ উসামা বিন হানিফ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন