বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে আজিজ -সুবেদা ফাউন্ডেশনের অস্বচ্ছল মহিলাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

শনিবার, ০৮ মার্চ ২০২৫ | ৮:৩৯ অপরাহ্ণ

আড়াইহাজারে আজিজ -সুবেদা ফাউন্ডেশনের অস্বচ্ছল মহিলাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রফিকুল ইসলাম রানা, নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উচিৎপুরা ইউনিয়নের পশ্চিম আতাদী গ্রামের উচিৎপুরা ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট মরহুম ডাঃ আজিজ মোল্লা ও তার স্ত্রী মরহুমা সুবেদা বেগমের নামে প্রতিষ্ঠিত আজিজ Ñসুবেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে ৪৫ জন বিধবা ও অস্বচ্ছল মহিলার মাঝে রোজার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মরহুম আজিজ- সুবেদার পরিবারের পক্ষ থেকে তাদের ছেলে বীর মুক্তিযোদ্ধা ও আড়াইহাজার থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার  খালেকুজ্জামান মোল্লা  এবং গ্রামীণ ব্যাংকের সাবেক প্রিনিাসপাল অফিসার (অব:) সালাউদ্দিন আজিজি এ খাবার সামগ্রী বিতরণ করেন। এ সময় তাদের পরিবারের  অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান মোল্লা বলেন, তাদের মরহুম পিতা- মাতার নামে উক্ত ফাউন্ডেশনের মাধ্যমে গত প্রায় ১৪ বছর ধরে তারা নিজ গ্রামে এবং আশ পাশের গ্রামগুলোর হতদরিদ্র এবং বিধবাদের মধ্যে প্রতি মাসে চাল এবং রমজান মাসে চালের সাথে ঈদ সামগ্রী এবং ক্বোরবানীর ঈদে ঈদ সামগ্রী বিতরণ করে থাকেন। তবে ফাউন্ডেশনটি ১৯৭৪ সনে প্রতিষ্ঠা করা হলেও এর কার্যক্রম শুরু করা হয় ২০১০ সন থেকে । তিনি এ কর্মসূচি আজীন এমনকি তার মৃত্যু পরবর্তী সময়েও তার পরিবারের লোকজন দ্বারা অব্যাহত রাখতে চান।

এ রকম নিয়মিত একটি সহযোগি তা পেয়ে উপকারভোগীরা ও বেশ খুশি বলে জানান উপকার ভোগী মহিলারা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন