সোনারগাঁ সংবাদদাতা ফাহাদ
দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত মুসল্লিদের ওপর হামলা, হত্যা ও শীর্ষস্থানীয় আলেমদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, ইজতেমা মাঠ দখলের পাঁয়তারা এবং সাদ পন্থিদের নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ওলামা পরিষদ, সর্বস্তরের তৌহিদী জনতা ও তাবলীগের সাথী ভাইদের ব্যনারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মোগলাপাড়া চৌরাস্তার পূর্বপাশে কেন্দ্রিয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দের উপজেলা নির্বাহী অফিসার ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ বরাবর ৫ টি দাবী উল্লেখ করে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন।
বক্তব্যে ওলামায়ে কেরাম বলেন, সোনারগাঁ উপজেলার সকল মসজিদে সাদ পন্থিদের কার্যক্রম বন্ধ করতে হবে। অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা মহাসড়ক অবরোধ করব।এছাড়াও এতাতীদের ষড়যন্ত্রের পূর্বের ইতিহাস তুলে ধরে তাওহীদী জনতাকে ঐক্যবদ্ধ হয়ে এধরনের অপচেষ্টা রুখে দিতে উদাত্ত আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, মাওঃ ওবায়দুল কাদের নদভী কাসেমী, প্রতিষ্ঠাতা পরিচালক,
মাদ্রাসা তুশ শরফ আল ইসলামিয়া ও অঙ্গসংগঠন, সোনারগাঁ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ মহিউদ্দীন খান, ওলামা ঐক্য পরিষদের আহবানে মুফতি সাইদুর রহমান, মাওঃ মজিবুর রহমান, মাওঃ মাসুদুর রহমান, মাওঃ মাহফুজ খাঁন, মাওঃ ইয়াসিন খাঁন, মাওঃ আবুল কালাম আজাদ, ইমাম ও খতিব, দৈলের বাগ জামে মসজিদ, মাওঃ মাহমুদুল্লা, ইমাম ও খতিব ছোট সাদিপুর বাইতুন নূর জামে মসজিদ, মাওঃ মোশারফ হোসেন সহ সোনারগাঁয়ের শীর্ষ ওলামায়ে কেরাম ও তাবলীগের শূরার জিম্মাদারগণ উপস্থিত ছিলেন।