বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বুধবার | ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রত্যাশী মেহেদী

শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪ | ১১:১৫ অপরাহ্ণ

মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রত্যাশী মেহেদী

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী মেহেদী হাসান ফারহান। বিগত দিনে বিএনপির সকল আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভুমিকা পালন এবং বহু ত্যাগ শিকার করেছেন দাবি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুঃসময়ের সহযোগী যোদ্ধা হিসেবে তিনি এই পদে দায়িত্ব পালন করতে আশাবাদী।

এর আগে ২০১৮ সালে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের মশিউর রহমান রনি যখন সভাপতি ছিলেন তখন সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন মেহেদী। এছাড়া সদ্য
সাবেক মহানগর ছাত্রদলের রাকিবুর রহমান সাগর যখন সভাপতি তখন  মেহেদী যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামের ছবিতে দেখা যায়, ২০২৩ সালের, ২ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ১৪ নভেম্বর শিমরাইলে মশাল মিছিল, ২০ নভেম্বর নারায়ণগঞ্জে হরতাল পালন, ২১ নভেম্বর সিদ্ধিরগঞ্জে রাস্তা অবরোধ, ২৬ নভেম্বর ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোড অবরোধ,২ ডিসেম্বর ফতুল্লায় মশাল মিছিল, ৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ মহাসড়ক অবরোধ, ৭
ডিসেম্বর ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোড অবরোধ, ১৯ ডিসেম্বর বিএনপির হরতালে,১৩ ডিসেম্বর ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে অবোরধ, ২১ ডিসেম্বর ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ ও
গণসংযোগ, ২০২৪ সালের ২৭ জানুয়ারী নয়াপল্টনে কালো পতাকা মিছিল সহ বিএনপির অসংখ্য কর্মসূচীতে অগ্রণী ভুমিকা পালন ও স্ব-শরীরে অংশগ্রহণ করেন।

বিগত ২০০৮ সাল থেকে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত উল্লেখ করে মেহেদী হাসান ফারহান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে বিগত দিনে সকল আন্দোলন-সংগ্রামে নেতা-কর্মীদের নিয়ে রাজপথে সক্রিয় ভুমিকা পালন করেছি। ২৮’শে অক্টোবরের পরে বিএনপির সবচেয়ে খারাপ সময়ে সর্বোচ্চ আন্দোলন-সংগ্রাম করেছি। আমি বিগত দিনে দলের একজন পরীক্ষিত কর্মী। আমার হাতে নেতৃত্ব তুলে দিলে আমি জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শকে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়নে সর্বোচ্চ কাজ করে যাবো। শিক্ষিত ছাত্র সমাজ যারা দলের পরীক্ষিত কর্মী, তাদেরকেই
যেন মহানগর কমিটিতে রাখা হয় আমি সেই দাবি রাখছি দলের প্রতি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন