সোহেল কবির, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পুলিশের পোশাক, ওয়াকিটকি, হ্যান্ডকাফসহ দুই ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১১ টায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন জেলার আড়াইহাজার উপজেলার গাজীপুরা এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে ফয়সাল, বগুড়া জেলার সোনাতলা উপজেলার পাকুলা এলাকার আলম মিয়ার ছেলে সোহান মিয়া।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় একদল ভুয়া ডিবি পুলিশ সাধারণ মানুষকে হয়রানি করছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ফয়সাল, সোহান মিয়া নামের দুই ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেন। তাদের কাছে ডিবি লেখা পোশাক, ০৩টি ওয়াকিটকি, ০১টি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের নিয়মিত আইনে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।