বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বুধবার | ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাহী কমিটির সদস্য দিপু ভুইয়াকে নিয়ে কটুক্তি রূপগঞ্জে বিএনপির প্রতিবাদ সভা

রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ | ৬:৩৩ অপরাহ্ণ

নির্বাহী কমিটির সদস্য দিপু ভুইয়াকে নিয়ে কটুক্তি  রূপগঞ্জে বিএনপির প্রতিবাদ সভা

সোহেল কবির, স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জ রূপগঞ্জে একটি মহল নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রবিবার বিকেলে উপজেলার কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কাঞ্চন পৌর পার্ক এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক কহিনুর আলম, কাঞ্চন পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ মিয়া, যুবদল নেতা শামীম মিয়া , মোস্তফা কামাল শিপন,শওকত ওসমান, ছাত্রদল নেতা তন্ময় হাসান প্রমূখ।
এসময় বক্তারা বলেন, একটি মহল যারা স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময় আওয়ামীলীগের নেতাকর্মীদের সঙ্গে আতাঁত করে সুবিধা নিয়েছে। আওয়ামীলীগ সরকার পতনের পর বিএনপিতে যোগ দিয়ে আবারো সুবিধা নেওয়া চেষ্টা চালাচ্ছে। তারা নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুকে নিয়ে কটুক্তি ও কুরুচীপূর্ণ মন্তব্য করছে। আমরা এটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন