বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বুধবার | ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অবুঝ মন জানতে চায় রাত গভীর ৫ নভেম্বর দিবাগত রাত , ২০২৪ খৃষ্টাব্দ )

রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ | ১:৪৩ পূর্বাহ্ণ

অবুঝ মন জানতে চায়  রাত গভীর ৫ নভেম্বর দিবাগত রাত , ২০২৪ খৃষ্টাব্দ )

জামান ভূঁইয়া

জনগণের টাকা করে লুট
বানালেন পদ্মা ব্রিজ ,
দেশবাসীকে দিলেন আরাম
রাগ করবেনা প্লিজ ।

ঢাকা বাসীর যাতায়াতে
হবে সহজ বলে ,
মেট্রোরেল করলেন তৈরী
এখন সবাই চলে ।

ফ্লাই ওভার করলেন কত
যানজট নিরসনে ,
কত টাকা করেছেন লুট
সন্দেহ তাদের মনে ।

বঙ্গবন্ধু ট্যানেল করলেন
কর্ণফুলীর নীচে ,
পানির উপর চলে জাহাজ
গাড়ি চলে নীচে ।

বানালেন আপনি সুন্দর করে
মসজিদ পাঁচশত ষাট ,
লক্ষ কোটি টাকা করে লুট
করলেন রাস্তা ঘাট ।

বয়স্ক ভাতা বিধবা ভাতা
দিলেন হাসি মুখে ,
প্রতিবন্ধী ভাতা দিলেন কত
থাকতে তারা সুখে ।

কওমি মাদ্রাসার দিলেন স্বীকৃতি
ইসলামের জন্য ,
দ্বীনের পথে চলবে সবাই
আপনি হবেন ধন্য ।

বাস্তুহারা মানুষের জন্য
দিলেন জায়গা ঘর ,
লুট করলেন লক্ষ কোটি
তাইতো সবাই পর ।

মুক্তি যোদ্ধ করে যারা
স্বাধীন করে দেশ ,
শহীদ হলেন ত্রিশ লক্ষ
পাইলো কি তারা শেষ ।

মা-বোনেরা দিয়ে ইজ্জত
বাংলা করলো স্বাধীন ,
চেয়ে দেখেন তারাই আজ
বাংলায় পরাধীন ।

তাদের কথা বলতে গিয়ে
হলেন দেশ ছাড়া ,
নতুন করে স্বাধীন করলো
বিপ্লবী এখন তারা ।

দেশ ছাড়তে হলো শেষে
স্বৈরাচার খুনি হয়ে ,
দিশেহারা বাংলার মানুষ
খুঁজছে তাই হন্যে হয়ে ।
৫ নভেম্বর ২০২৪ খৃষ্টাব্দ




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন