বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বুধবার | ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে মাসব্যাপী লোকজ উৎসব মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফাহাদুল ইসলাম, সোনারগাঁও প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | ৫:৫৫ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে মাসব্যাপী লোকজ উৎসব মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নারায়নগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সোনারগাঁ উপজেলায় অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে ৩৪ তম মাসব্যাপী লোকজ মেলা ২০২৫ উপলক্ষ্যে গতকাল ১৫ জানুয়ারি দুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ফাউন্ডেশনের পরিচালক মাহবুবুল আলমের সভাপতিত্বে ফাউন্ডেশনের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা রহমান,উপজেলা সহকারী কমিশনার ভূমি মনজুরুল মোর্শেদ, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল আসিফ ইমাম, টুরিস্ট পুলিশের ইনচার্জ দেলোয়ার হোসেন, ফাউন্ডেশনের উপ পরিচালক এ কে এম আজাদ সরকার, সংরক্ষণ কর্মকর্তা নাসিম ইসলাম অভি, সোনারগাঁ থানার ওসি তদন্ত রাশেদ মিয়া, বিএনপি ও জামায়াতে ইসলামীর রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিক বৃন্দ সহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাগণ।
এসময় মেলা উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা, স্টল বরাদ্দ, সাংস্কৃতিক শিল্পগোস্ঠী দিয়ে গান পরিবেশন,পুতুল নাচ, বায়স্কোব, নাগরদোলা, গ্রামীণ খেলা,বাহারী পণ্য সামগ্রী,বিভিন্ন অঞ্চল থেকে হাতের তৈরি নকশী কাঁথা, জামদানী শাড়ি,বেত ও বাশের তৈরি জিনিসপএ,ঐতিহ্যবাহী বিভিন্ন এলাকার হরেক রকমের মিষ্টি-দইসহ মোট ১০০ টি স্টল সাজিয়েছেন মেলা উদযাপন কমিটি।
ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম জানান, প্রতি বছরের ন্যায় এবারও মাসব্যাপী এ মেলা পালন করা হবে। আগামী ১৮ জানুয়ারি উদ্বোধনের পর ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১ মাস চলবে এ মেলা। আগামী ১৮ জানুয়ারি শনিবার মেলার উদ্বোধন করবেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন