বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বুধবার | ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঁচপুর হাইওয়ে পুলিশের মোগড়াপাড়ায় উচ্ছেদ অভিযান

বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ | ৩:৪৭ অপরাহ্ণ

কাঁচপুর হাইওয়ে পুলিশের  মোগড়াপাড়ায় উচ্ছেদ অভিযান

সোনারগাঁ সংবাদদাতা ফাহাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মোগড়াপাড়ায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে উচ্ছেদ অভিযান চালিয়েছে কাঁচপুর হাইওয়ে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তার পূর্ব পশ্চিম পাশের অবৈধ স্থাপনা, সিএনজি ও ট্রাক ষ্টানে এ উচ্ছেদ অভিযান চালায় হাইওয়ে পুলিশ।

এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশ গাজীপুর অঞ্চলের কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান।

অভিযানে মহাসড়কের চাঁদাবাজি বন্ধে ও আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে অবৈধ ভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করা হয়।

এছাড়াও ১৫টি বিভিন্ন যানবাহন আটক করে মামলা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যার মধ্যে ফিটনেস বিহীন যানবাহনসহ থ্রি হুইলার যান রয়েছে।

হাইওয়ে থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, মহাসড়কের শৃঙ্খলতা ফিরিয়ে আনতে, অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাত, স্থাপনা, যত্রতত্র পার্কিং, মহা সড়কে কাঁচা বাজার গড়ে ওঠা সহ যান চলাচল অব্যাহত থাকা ও জনগণের চলাচলের সুবিধার্থে এ অভিযান গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। আমাদের এই অভিযান স্বাভাবিক ভাবেই চলমান থাকবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন