বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বুধবার | ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে তিতাস কর্মকর্তাদের ওপর হামলা

বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ | ৫:৩২ অপরাহ্ণ

সোনারগাঁয়ে  তিতাস কর্মকর্তাদের  ওপর হামলা

সোনারগাঁ সংবাদদাতা ফাহাদ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মিরেরটেক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় তিতাসের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটে।

গতকাল (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় তিতাসের পাঁচ কর্মকর্তা ও কর্মচারী আহত হয়। তাদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিতাস গ্যাস সোনারগাঁয়ের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা জানান, উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় অনেকদিন ধরেই অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করে আসছিলো স্থানীয় কিছু পরিবার। খবর পেয়ে বুধবার ওই এলাকায় অভিযান চালানো হয়।

এসময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদসহ তিতাসের কর্মকর্তা-কর্মচারী ও সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলো।

অভিযানে ওই এলাকার প্রায় এক কিলোমিটার গ্যাস সংযোগের অবৈধ লাইনের পাইপ লাইন তুলে ফেলা হয়।

এক পর্যায়ে স্থানীয় ওই পরিবারের সদস্যরা একত্রিত হয়ে লাঠিসোঁটা, কাঠের টুকরা নিয়ে ভ্রাম্যমাণ আদালতের ওপর অতর্কিত হামলা করে। হামলায় সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহা ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন, তিতাসের শ্রমিক ইব্রাহিম, খৈয়ম বেপারী, ইমু মিয়াসহ পাঁচ জন আহত হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, হামলার ঘটনাটি সত্য। আমাদের পর্যাপ্ত পরিমাণের পুলিশ উপস্থিত না থাকায় এ ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন