বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বুধবার | ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পূর্বাচল থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার

মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫ | ৪:৫৫ পূর্বাহ্ণ

পূর্বাচল থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার

সোহেল কবির, বিশেষ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহর থেকে রানী (২৯) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের গুতিয়াবো এলাকা থেকে রূপগঞ্জ থানা পুলিশ অজ্ঞাতনামা হিসেবে লাশটি উদ্ধার করে। পরে আঙ্গুলের ছাপের মাধ্যমে তাঁর পরিচয় জানা যায়।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ওই রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের মো. কাশেমের মেয়ে।

নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন

সোমবার সকাল ৮ টার দিকে পূর্বাচল উপশহর ৫ নম্বর সেক্টরের গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে অজ্ঞাতনামা এক নারীর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তাঁদের একজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এসময় লাশের পাশ থেকে একটি ছুড়ি উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে গত রাতে দূর্বৃত্তরা ঘটনাস্থলেই তাঁকে গলাকেটে হত্যা করে লাশ ফেলে গেছে।

পুলিশের এই উর্ধতন কর্মকর্তা জানান, লাশ উদ্ধারের পর বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপ নিয়ে নারীর পরিচয় সনাক্ত হয়। আমরা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তারা থানায় আসছেন। এঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা হবে। দ্রুতই আমরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পারবো বলে আশা করছি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন