বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বুধবার | ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে যুব সমাজ ও বন্ধুমহলের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ | ১:২০ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে যুব সমাজ ও বন্ধুমহলের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

সোনারগাঁ সংবাদদাতা ফাহাদ

মহান বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁয়ের জয়রামপুর যুব সমাজ ও বন্ধুমহলের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোশারফ হোসেন।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেল ৩ ঘটিকার সময় উপজেলার ভট্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সোহরাব হোসেন মোল্লা, গাজী আব্দুল মান্নান, হাজী আতাউর রহমান আক্তার, হাজী গরীবে নেওয়াজ, রফিকুল ইসলাম বিপ্লব, প্রাক্তন ক্রিকেটার এবং ক্রীড়া বৃক্তিত্ব একরামুল হাসান বাদল, পৌর বিএনপি-র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সোহেল আহমেদ, আফজাল হোসেন মেম্বার, দেলোয়ার হোসেন বাবু মেম্বার, গাজী ফারুক, মো: রাসেল, মো: শাকিল, বদরুজ্জামান বদুন, মাহবুব আল ইসমাইল, মো: ওমর ফারুক, মো: সেলিম, ফয়সাল হোসেন জুবেদ, আল মাহমুদ সানী, নাজমুল হাসান রাজ প্রমূখ।

উক্ত টুর্নামেন্টে সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়নের ১২ টি দল অংশ গ্রহণ করবেন। খেলা পরিচালনা ও সার্বিক সহযোগিতায় রয়েছে মশিউর রহমান, আব্দুস সালাম সূজন, উজ্জল হোসেন মাসুম, রনি মোল্লা, শাহপরান, মামুন মোল্লা, পরাগ মোল্লা এবং মো: সাদেক। খেলার ধারাভাষ্য প্রদান করেন মিলন বাবু।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন বলেন, আপনারা জানেন বর্তমান সময়ে যুব সমাজ মাদকের দিকে ধাবিত হচ্ছে, একমাত্র খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে। তিনি আরও বলেন এ ধরনের আয়োজনে আমি সব সময় জড়িত থাকি, ভবিষৎতে খেলাধুলায় যে কোন ধরনের সহযোগিতা করব।
উল্লেখে এই যে, আজকে উদ্বোধনী দুইটি ম্যাচে জয়ী হয় সাদাফ সুলতান ফাইন্ডেশন এবং সুবর্ণ ক্রিকেট একাডেমী।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন