বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বুধবার | ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ডোবা থেকে বাক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ | ৭:২৯ অপরাহ্ণ

আড়াইহাজারে ডোবা থেকে বাক প্রতিবন্ধী যুবকের  লাশ উদ্ধার

আড়াইহাজার প্রতিনিধি :

আড়াইহাজারে আবুল কাশেম (২০ ) নামে এক বাক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের হাটখোলা এলাকার একটি ডোবা থেকে নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে।
নিহত আবুল কাশেম ওই ইউনিয়নের সত্যভান্দি মোল্লাপাড়া এলাকার জিন্নাত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হাটখোলা বেপারীপাড়া সুতার ববিন মিলের পশ্চিম পাশে ডোবার মধ্যে একটি মরদেহ দেখতে পেয়ে স্খানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল আসেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ডোবা থেকে লাশ উত্তোলন করেন এবং পরিবারের ও প্রতিবেশিরা মরদেহের পরিচয় শনাক্ত করে।

নিহতের পিতা জিন্নাত আলী জানান, শুক্রবার দুপুরের খাবার শেষ করে সে বাড়ি থেকে বের হয়। পরে এলাকার লোকজন তাকে ছেলের মৃত্যুর খবর দেয়। তাদের কোন নিজস্ব বাড়িঘর ছিলোনা। কালিবাড়ি ব্রীজের নিচে আন্ডারগ্রাউন্ডে বাক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে সে রাত্রিযাপন করতো।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, স্থানীয় লোকজন ধারনা করছেন যে রাস্তার পাশে ডোবার মধ্যে কোন অপ্রয়োজনীয় বোতল বা কাগজ কুড়াতে গিয়ে বাক প্রতিবন্ধী আবুল কাশেম ডোবায় পড়ে গিয়ে মারা যেতে পারে। তবুও মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন