সোনারগাঁ সংবাদদাতা ফাহাদ
নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া মোড় থেকে মহিলা কলেজ পর্যন্ত দুই পাশের সড়ক ও ফুটপাতের বেশির ভাগই ব্যবসায়ীদের দখলে। ফুটপাত থাকায় অবৈধ দখল হয়ে যাবার কারণে এলাকাবাসী ও পথচারীদের মূল সড়কে নেমে হাঁটাচলা করতে হচ্ছে। পথচারীদের হাঁটাচলা রাস্তা দখলে নিয়েছে মার্কেট মালিকদের বসানো সামনের ফুটপাত। ফলে এলাকাবাসী ও পথচারীরা যান চলাচলের রাস্তা ব্যবহার করতে বাধ্য হচ্ছে।
সরে জমিনে দেখা যায়, ঐতিহ্যবাহী গ্র্যান্ড ট্রাঙ্ক রোড যা সোনারগাঁও থানা রোড নামে পরিচিত। এ রোডের দু’পাশের মার্কেট মালিকদের বসানো ফুটপাত দখল করে নিয়েছে পথচারীদের হাঁটাচলা রাস্তা। শত শত কোটি টাকার মার্কেট মালিকগন সরকারি জায়গা দখল করার পরেও পথচারীদের হাঁটাচলার রাস্তাও দখলে নিয়েছে তারা। চোখের সামনে এমন অনিয়ম অত্যাচার চলমান থাকলেও নজরে পরেনি প্রশাসন,
জনপ্রতিনিধ বা আইন-শৃঙ্খলা বাহিনীর।
সোনারগাঁ থানা রোড এটি একটি খুবই গুরুত্বপূর্ণ রোড। এ রোডে অবস্থিত আছে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ থানা, উপজেলা পরিষদ, উপজেলা সাব রেজিস্টার, ভূমি অফিস, ঐতিহ্যবাহী বৈদার বাজার সহ গুরুত্বপূর্ণ কার্যালয়।
অতি গুরুত্বপূর্ণ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমারজেন্সি রোগী নিয়ে যেতে ব্যর্থ এলাকাবাসী। দুপাশের বসানো মার্কেট মালিকদের ফুটপাত ও মাত্রাতিরিক্ত অটো রিক্সা সিএনজি ও কোম্পানির ভারী যানবাহনের চলাচলের কারণে রাস্তাটি পুরোপুরি অকার্যকর হয়ে পরে, ফলে তীব্র যানজটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় কাঙ্খিত যাওয়ার স্থানে। এভাবে চলছে সোনারগাঁয়ের মানুষের জীবন চলাচল। যেখানে বিকল্প রাস্তা ব্যবহার করা ছাড়া কোন উপায় থাকে না।
দেখা যায়, সড়কের ওপর মার্কেট মালিকদের ভারী যানবাহনের লোড আনলোড করা হয়। ফলে যান চলাচলে ঘটে বিঘ্ন। অপেক্ষায় থাকতে হয় যাত্রীদের।
এছাড়াও রাস্তার উপরে গড়ে উঠেছে হরেক রকমের কাপড়ের দোকান চটপটি ঝালমুড়ি ফলের দোকান সহ রিকশার গ্যারেজ। টং-দোকান বসেছে অনেক। পুরোনো কাঠ ও লোহা, লাকড়ি, টিন, বাঁশ বিক্রির দোকান রয়েছে বৈদ্যের বাজার পর্যন্ত। রাস্তা এতটা সংকীর্ণ করে ফেলেছে দ্রুতগতির কোনো গাড়ি এলে দোকান কিংবা গ্যারেজের ভেতরে ঠাঁই নিতে হয় পথচারীদের।
সড়কটি দখলমুক্ত করার বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সাথে কথা হলে তিনি জানান, খুব শীঘ্রই অপসারণের জন্য ব্যবস্থা নেওয়া হবে, যাতে পাবলিকের হাঁটা চলার রাস্তা গুলো উন্মুক্ত থাকে।