শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও শোক সভা

বুধবার, ২১ আগস্ট ২০২৪ | ৫:৩৩ অপরাহ্ণ

সোনারগাঁয়ে কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও শোক সভা

ফাহাদুল ইসলাম (সোনারগাঁ সংবাদদাতা) : বাংলাদেশ খেলাফতে মজলিস নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আয়োজনে সাধারণ শিক্ষার্থীদের ডাকা দেশজুড়ে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া, আলোচনা ও শোক সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২১ আগস্ট) সকালে পিরোজপুর ইউনিয়নের ঐতিহাসিক হাবিবপুর ঈদগাহ ময়দানে এ আলোচনা সভা, দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা খেলাফতে মজলিসের দোয়া ও পথসভা অনুষ্ঠানটি হাফেজ আব্দুল আউয়াল এর সভাপতিত্বে, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের প্রধান অতিথিতে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সদস্য ও সোনারগাঁও উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মোগরাপাড়া চৌরাস্তার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ মহিউদ্দিন খান, মাওঃ আতাউল্লাহ আমিন, যুগ্ম মহাসচিব, খেলাফতে মজলিস, মুফতী সাইদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি হেফাজতে ইসলাম সোনারগাঁ, মাওলানা আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারি , বাংলাদেশ খেলাফতে মজলিস সোনারগাঁ, মাওঃ ওবায়দুল কাদের নদভী সহ সোনারগাঁ কওমি মাদ্রাসার আলেম-ওলামা সহ হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, কোটা সংস্কার ও সরকার পতনের একদফা দাবিতে আন্দোলনকারী সমন্বয়কদের মধ্যে সোনারগাঁয়ের সমন্বয়ক ,গিয়াস উদ্দিন স্কুল এন্ড কলেজের ছাত্র সাব্বির আহমেদ,

শোক সভায় শিক্ষার্থীরা বলেন, জনগণের দাবি প্রতিষ্ঠা করতে গিয়ে সারা দেশে অনেক কৃতি সন্তানকে হারিয়েছি। শহীদদের আত্মত্যাগের কারণে স্বৈরাচারী সরকারের পতন করে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। সকলে মিলে এ দেশকে অনেক দূর এগিয়ে নিতে হবে।

এ সময় বক্তারা গণহত্যায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান, সোনারগাঁয়ে আল্লামা মামুনুল হকের সঙ্গে রয়েল রিসোর্টে যে ঘটনা হয়েছিল তা খুবই দুঃখজনক ও লজ্জাজনক, আল্লামা মামুনুল হককে কলঙ্কিত করার জন্য যারা উঠে পড়ে লেগেছিল তারাই আজ কলঙ্কিত হয়ে দেশ ত্যাগ করছে‌। অবিলম্বে ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে যার যার অবস্থান থেকে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।‌

কোটা সংস্কার ও সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র সমাজের শহীদদের স্মরণে প্রধান অতিথির বক্তব্যে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, ক্ষমতা চিরস্থায়ী নয় তাই যারা ক্ষমতার অপব্যবহার করেছে তাদেরকে আল্লাহ তা’আলা বাংলার মাটিতে ছোট ছোট ছাত্র সমাজের মাধ্যমে পতন ঘটিয়েছে। যারা এ আন্দোলনে শহীদ হয়েছে তাদের শহীদি মর্যাদার জন্য দোয়া ও মাগফেরাত কামনা করেন এবং জান্নাতের উঁচু স্থানে মর্যাদাশীল করার দোয়া প্রার্থনা করেন। সবশেষে আল্লামা মামুনুল হক বলেন, এই সোনারগাঁয়ে যারা আমাকে কলঙ্কিত করার চেষ্টা করেছে তারা ব্যর্থ হয়েছে প্রমাণিত হয়েছে তাদের নীল নকশা ষড়যন্ত্রমূলক, মক্কা বিজয়ের সময় রাসুল করিম (সাঃ) সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন কিন্তু যারা সীমা অতিক্রম করেছিল তাদের জন্য শাস্তি নির্ধারণ করেছিল ঠিক তেমনিভাবে যারা রয়েল রিসোর্টে সীমা অতিক্রম করে বাড়াবাড়ি করেছিল তাদের চিহ্নিত করা হয়েছে অতি অল্প সময়ে ব্যবস্থা নেওয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন