ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার পরিবহনের সাথে সিএনজির প্রতিযোগিতা লক্ষ করা যায়।
সোনারগাঁ হাইওয়ে থানা পুলিশ নীরব কেন?
লক্ষ্য করা যায় সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা বাস স্টান থেকে দরিকান্দি পর্যন্ত সিএনজি অটোরিক্সার তৎপরতা। সিএনজি মহাসড়কে সম্পূর্ণ চলাচল নিষিদ্ধ থাকা সত্ত্বেও প্রশাসনের নজরদারি না থাকার কারণে বেপরোয়াভাবে চলাচলে ব্যস্ত সিএনজি অটোরিকশা।
কখনও কখনও লক্ষ্য করা যায় দরিকান্দি স্থান হতে মোগরাপাড়া বাসইসটান পর্যন্ত উল্টো পথে বেপরোয়াভাবে চলাচলে ব্যস্ত। এতে বিপাকে সাধারণ জনগণ ও পথচারী লোকজন। যেকোনো মুহূর্তে হতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা, প্রাণ যেতে পারে সাধারণ পথচারীদের।
এভাবে লাগামহীনভাবে সিএনজি অটোরিকশা চলতে থাকলে পূর্বের ন্যায় সিএনজি দুর্ঘটনা বাড়তে থাকবে।
বারবার হাইওয়ে থানা পুলিশের মহাসড়কে সিএনজি অভিযান চালালেও সমাপ্তি ঘটেনি সিএনজি চলাচল। প্রশাসনকে তোয়াক্কা না করে চলাচলে ব্যস্ত সিএনজি অটোরিকশা। তাই বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচতে হলে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরী বলে মনে করেন পথচারী ও যাত্রীগণ।