শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

র‌্যাব -১১ এর অভিযানে বাংলাদেশ ( জেএমবি) এর ২ জন সক্রিয় সদস্য গ্রেফতার

রবিবার, ২২ নভেম্বর ২০২০ | ৫:১২ অপরাহ্ণ

র‌্যাব -১১ এর অভিযানে বাংলাদেশ ( জেএমবি) এর ২ জন সক্রিয় সদস্য গ্রেফতার


 

 প্রেসবিজ্ঞপ্তি: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব১১ এর পৃথক ০২টি অভিযানে গত ২১ নভেম্বর ২০২০ তারিখ ১৭০০ ২২০৫ ঘটিকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামাআতুল মুজাহেদীন (জেএমবি) এর সক্রিয় সদস্য মোঃ তাওহীদুল ইসলাম @জিহাদী তামান্না (২৪)’কে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ভান্ডারপুল এলাকা হতে এবং মোঃ আরাফত হোসাইন @ সজল (২০) ’কে কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন গোয়ালমারি এলাকা থেকে গ্রেফতার করা হয় সময় গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে ০২টি সম্রাট ফোন অনেক উগ্রবাদী নথিপত্রের সফটকপি জব্দ করা হয়

 

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ অনুসন্ধানে জানা যায় যে মোঃ তাওহীদুল ইসলাম @ জিহাদী তামান্না (২৪) এর স্থায়ী ঠিকানা সাংনীলকন্ঠপুর, থানাঃ কালিগঞ্জ, জেলাঃ সাতক্ষীরা এবং মোঃ আরাফত হোসাইন @ সজল (২০) এর বাড়ির স্থায়ী ঠিকানা সাংগাংকান্দা, পোঃ পাঁচ গাছিয়া, থানাঃ দাউদকান্দি, জেলাকুমিল্লা এলাকায় তারা অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী লেখকদের বক্তব্য  শুনে লেখা পড়ে উগ্রবাদের দিকে ধাবিত হয় এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামাআতুল মুজাহেদীন বাংলাদেশ ( জেএমবি)’তে যোগদান করে

পরবর্তীতে সংগঠনের পরামর্শে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে গোপন অনলাইন জিহাদী গ্রুপপসমূহে অন্তর্ভূক্ত হয়ে জিহাদী কর্মকান্ড চালাতে থাকে এবং নিয়মিত চাঁদা দেওয়া শুরু করে তারা অনলাইনে দেশের বিভিন্ন অঞ্চলের জেএমবি সদস্যদের সাথে যোগাযোগের মাধ্যেমে তহবিল সংগ্রহ, নতুন কর্মপরিকল্পনা নির্ধারণ, আঞ্চলিক কর্মকান্ড পরিচালনা, জেল হাজতে আটক থাকা জেএমবি সদস্যদের মুক্ত করা নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনাসহ সংগঠনের প্রস্তুতিমুলক গোপন বৈঠক করা বিভিন্ন জিহাদী কার্যক্রম চালিয়ে আসছিলো পাশাপাশি বিভিন্ন অনলাইন অ্যাপস ব্যবহার করে শিক্ষিত সমমনা তরুণদের উগ্রবাদী মতাদর্শে উদ্ভূদ্ধ করে আসছিলো

 

 গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন