রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে ২৩নং ওয়ার্ডে টিসিবি’র কার্ড বিক্রি অভিযোগ  

সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ | ৪:০৬ পূর্বাহ্ণ

বন্দরে ২৩নং ওয়ার্ডে টিসিবি’র কার্ড বিক্রি অভিযোগ  

পণ্য নয় শুধু টিসিবির কার্ড কিনতে হচ্ছে ৫০ থেকে ১০০টাকায়। এমনই গুরুতর অভিযোগ পাওয়া গেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের কবিলের মোড় এলাকায়। সম্প্রতি সরেজমিনে পরিদর্শণে গেলে ২৩নং ওয়ার্ডের কবিলের মোড় এলাকায় দেখা যায় এমন চিত্র। 

বেলা ১২টায় গণমাধ্যমের একটি টিম সেখানে গেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টিসিবির পণ্যের জন্য দেয়া কার্ড কতিপয় ব্যক্তিকে ৫০ থেকে ১০০টাকায় বিক্রি করতে দেখা যায়। 

কার্ড নিতে আসা অসহায়দের কাছ থেকে জানাতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে জনৈক নারী জানান, টিসিবির কার্ড নিতে ৫০ টাকা দিতে হয়। নইলে তারা কার্ড দেয় না। যেই মুহুর্তে দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণে দেশের মানুষ টিসিবির পণ্যের উপর নির্ভরশীল ঠিক সেই মুহুর্তে পণ্যতো দূরের কথা এক শ্রেণীর সুবিধাবাদী ব্যক্তি টিসিবি’র পণ্যের কার্ড বিক্রি করছে খেটে খাওয়া মানুষের কাছে। 

অপরাপর বৃদ্ধ জানান, সরকার টিসিবির পণ্য বিক্রি করছে আমাদের মতো দরিদ্র মানুষের দৈনন্দিন দিনাতিপাতের সুবিধার জন্য কিন্তু এরা অসহায় মানুষের দুর্বলতার সুযোগে তাদের প্রতি অবিচার চালাচ্ছে। বিষয়টি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের তদন্তপূর্বক কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা উচিত। 

এ ব্যাপারে টিসিবি’র পণ্য বিতরণকারী সিহাবের সঙ্গে আলাপ করলে তিনি বলেন, কার্ড ৫০ টাকায় বিক্রি হয়,১০০টাকায় নয়। ৫০ টাকায় বিক্রি হয় এ কারণে,এটি ছাপাতে খরচ হয়,অফিস ভাড়া আছে আনুষাঙ্গিক অনেক খরচ আছে। 

তবে টিসিবি’র কার্ড বাবদ টাকা নেয়ার ব্যাপারে কর্তৃপক্ষের কোন প্রকান অনুমোদন আছে কি না জানতে চাইলে তারা কোন সদুত্তর দিতে পারেননি। অপরদিকে এ বিষয়ে টিসিবি’র পণ্য বিতরণের দায়িত্বপ্রাপ্ত অফিসার মোঃ আরিফ হোসেনের সঙ্গে যোগাযোগের জন্য তার মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। 




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন