
অদ্য ২০ ফেব্রুয়ারি ২০২৩ সাল অনুষ্ঠিত হয়ে গেল হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩৪ তম বর্ষ ছাত্র-ছাত্রীদের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৫ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল ইসলাম মনু এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দাতা ও শিক্ষা অনুরাগী ও সমাজসেবক জনাব জাবেদ আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাহমুদুল হাসান পলিন, হাজী রহমত উল্লাহ ফোরকানিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ প্রধান, ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পিপিএম শফিকুর রহমান, ও মা মেমোরিয়াল মডেল একাডেমী ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন খান খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অলংকার প্রধান অতিথি ঢাকা ৫- আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু এমপি এবং আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। খেলাধুলা উপভোগ করার জন্য বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও বিপুলসংখ্যক ছাত্র-শিক্ষক শ্রমিক জনতা। আগামী একুশে ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে অনুষ্ঠিত হবে বিদ্যালয়ের উল্লেখিত অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাহমুদুল হাসান পলিন।