শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

ফতুল্লায় অবৈধ ভাবে বহন করা লক্ষাধিক টাকার কাঠ ভর্তি ট্রাক আটক

বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ | ৮:৫৯ অপরাহ্ণ

ফতুল্লায় অবৈধ ভাবে বহন করা লক্ষাধিক টাকার কাঠ ভর্তি  ট্রাক আটক

ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকা থেকে লক্ষাধিক টাকার অবৈধ ভাবে বহন করা কাঠ ভর্তি একটি ট্রাক আটক করেছে সোনারগাঁ বনবিভাগের কর্মকর্তারা।

বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটে ট্রাকটি আটক করা হয়।সোনারগাঁ বনবিভাগ স্টেশনের কর্মকর্তা জসিম উদ্দিন জানান, গোপন সূত্রে খবর পাই গাজীপুর থেকে নরসিংদী হয়ে (ঢাকা মেট্রো ট- – ১৫-২৭৯১) একটি ট্রাক ভর্তি করে অবৈধ ভাবে কাঠ নিয়ে নারায়ণগঞ্জ আসছে। তখন ঢাকা বিভাগীয় সামাজিক বন বিভাগ কর্তৃপক্ষেরনির্দেশে ট্রাকটি আটক করতে কাঁচপুরে অবস্থান নেই।

দুপুরের দিকে ট্রাকটি কাঁপুর পৌঁছলে থামার জন্য সংকেত দিলে চালক দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ট্রাকের পিছু ধাওয়া করি। নারায়াণগঞ্জ সদর থানা পুলিশের সহযোগীতা নিয়ে ফতুল্লার পঞ্চবটি এলাকা থেকে ট্রাকটি আটক করি। পরে কাঠসহ ট্রাকটি জব্দ করে নারায়ণগঞ্জ বনবিভাগ কার্যালয়ে রাখা হয়। ট্রাকে আনুমানিক লক্ষাধিক টাকার কাঠ হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন