বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

বসুন্ধরা ও রংধনু গ্রুপ ২০হাজার পরিবারকে ইফতার ও বিভিন্ন সামগ্রী বিতরণ

মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ | ৫:০৩ অপরাহ্ণ

বসুন্ধরা ও রংধনু গ্রুপ ২০হাজার পরিবারকে ইফতার ও বিভিন্ন সামগ্রী বিতরণ

বসুন্ধরা ও রংধনু গ্রুপের উদ্যোগে রূপগঞ্জে ২০ হাজার দুস্থ্য ও অসহায় পরিবারকে গরুর মাংস, মুরগীর মাংস, তেল, ডাল, চাল, চিনি, ছোলা বুট, মুড়ি, পেয়াজ, আলুসহ বিভিন্ন ত্রান ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়ায় ইউনিয়নের নাওড়া এলাকায় চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এ ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।রূপগঞ্জ কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম রফিক।জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার আবুল বাশার টুকু, থানা আওয়ামীলীগের সাবেক কার্যকরী সদস্য করিম পাঠান, থানা যুবলীগের সাংগঠনিক সস্পাদক মোজাম্মেল হক মিলন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী ইয়ার হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, উপজেলা যুবলীগ নেতা হাজী সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী আজগর, যুগ্ন সাধারন সম্পাদক তরিকুল ইসলাম, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন প্রমূখ।রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম বলেছেন, পবিত্র মাহে রমজানে যাতে মানুষ সুন্দর ভাবে রোজা রাখতে পারে সেই দিক বিবেচনা করে এসব ত্রান ও ইফতার সামগ্রী দিয়েছি। আমরা সবসময় জনগনের পাশে থেকে সেবা করে যেতে চাই। আমাদের ত্রাণ সামগ্রী বিতরণ চলমান থাকবে। বসুন্ধরা ও রংধনু গ্রুপ রূপগঞ্জের সাধারণ মানুষের পাশে আছে, ভবিশ্যতেও থাকবে ইনশাইল্লাহ।করোনার সংক্রমণ কমাতে হলে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। সরকারি প্রজ্ঞাপন সবাই মেনে চলবেন, সরকারি নির্ধারিত লকডাউন মেনে ঘরে থাকতে হবে। করোনা মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে এবং অবশ্যই মাস্ক পড়তে হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন