
নারায়ণগঞ্জ ৯ নং ওর্য়াড জালকুড়ির আলিম সরদার বাড়ির মোঃ আব্দুল আজিজ এর একমাত্র মেয়ের আতিয়ার জন্মের পর থেকেই হার্ডের সমস্যা দেখা দেয় পরে হাসপাতালে নিয়ে গেলে ডক্টর জানায় তার হার্ডের এক পাশে ছিদ্র যা বেচে থাকার ঝুকিপূর্ণ ডক্টর এর মতামতে অপারেশন করা প্রয়োজন, যখন আতিয়ার ওজন মিনিমাম ১০ কেজি ওজন না হয় ততদিন এই অপারেশন করা পসিবল না , বর্তমানে আতিয়ার ওজন ১০+কেজি,ডক্টর এর কথা অনুযায়ী তার অপারেশন এর সময় চলে এসেছে, এখন এই অপারেশন করতে মিনিমাম তিন লক্ষ টাকা দরকার,তার বাবা একজন সামান্য দিন মজুরি, ইট,বালু,সিমেন্ট মাথা চরে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া তার পেশা, যা তার পরিবারের সামর্থের বাহিরে।তাই কোনো প্রতিকূল না পেয়ে এই সোশ্যাল মিডিয়ায় আর সমাজের বিত্তবান দের কাছে তার আকুল আবেদন আমার মেয়ের জীবন বাচাতে আপনারা এগিয়ে আসুন,,
আমার ফ্রেন্ডলিস্টে দেশের বাহিরে অনেকেই থাকেন যারা আমাদের গ্রামের মানুষের যেকোনো বিপদ আপদে অনেক বড় ভূমিকা পালন করে থাকেন, তাই প্রবাসী যোদ্ধাদের কাছে আমার বিনিত অনুরোধ অন্তত পক্ষে তার এই ছোট্ট ফোট ফোটে সন্তানের দিকে তাকিয়ে হলেও তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসুন।
বিকাশ”রকেট, নগদ 01921031820 (পারসোনাল)
আতিয়ার বাবার সাথে সরাসরি কেউ কথা বলতে চাইলে তার ফোন নাম্বার 01916224903,
দয়া করে যদি সম্ভব হয় এই পোস্ট টি শেয়ার করুন হয়তো আপনার এই শেয়ারের মাধ্যমে কোনো দানকারী ব্যাক্তির কাছে পৌছাবে
ধন্যবাদ,,দ